ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা lyrics (দ্বিজেন্দ্রলাল রায়)
কত সুন্দর এই পৃথিবী। কতই না সুন্দর আমাদের এই জন্মভূমি। জন্মভূমির সৌন্দর্য নিয়ে অনেক কবি অনেক কবিতা লিখেছেন। আবার অনেক গায়ক গেয়েছেন অনেক গান। তার মধ্যে একটি জনপ্রিয় গান হচ্ছে - "ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা"। এই গানের লেখক জন্মভূমির সৌন্দর্য খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন।
সকলের কাছে এই গান অনেক বেশি জনপ্রিয়। আপনারা যারা ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা lyrics খুঁজতেছেন তাদের জন্য এই পোস্ট। এই পোস্টে ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানের লিরিক্স পাবেন। তাহলে এবার ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানের lyrics জেনে নিন-
ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গান নিয়ে কিছু কথাঃ
ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানটি দ্বিজেন্দ্রলাল রায়ের দেশাত্মবোধক গান। দ্বিজেন্দ্রলাল রায় এই গানের গীতিকার এবং সুরকার। এটি কালজয়ী দেশাত্মবোধক গান। আমাদের সকলের কাছেই এই গানের কথা জনপ্রিয়। বিশেষ করে এই গানের কথা শুনে আমাদের দেশপ্রেম জেগে ওঠে।
আমরা আমাদের জন্মভূমির সৌন্দর্য বুঝতে পারি। লেখক এই গানের মাধ্যমে আমাদের জন্মভূমির সৌন্দর্য তুলে ধরেছেন। আমরা অনেক সময় আমাদের বাংলা বইয়ের কবিতায় এই গানের লেখা পড়েছি। নিম্নে দ্বিজেন্দ্রলাল রায়ের কালজয়ী ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানের lyrics দেয়া হলো-
ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা lyrics
এবার আপনারা দ্বিজেন্দ্রলাল রায়ের কালজয়ী ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা lyrics দেখে নিন-
ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা,
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।
এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে।
পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।
ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
শিরোনামঃ ধন ধান্য পুষ্প ভরা।
শিল্পীঃ সমবেত কন্ঠ।
গীতিকারঃ দ্বিজেন্দ্রলাল রায়।
সুরকারঃ দ্বিজেন্দ্রলাল রায়।
এই ছিল ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা lyrics - উপরে দ্বিজেন্দ্রলাল রায়ের কালজয়ী দেশাত্মবোধক গান ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা লিরিক্স দেয়া হয়েছে।
ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানের কথা নিয়ে বিভ্রান্তিঃ
ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা এই গানের কথা নিয়ে কিছু বিভ্রান্তি আছে। কেউ গায় 'ধনধান্যে পুষ্পে ভরা', আবার কেউ গায় 'ধনধান্য পুষ্প ভরা'। কেউ গায় ‘তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে'। কেউ আবার গায় ‘তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে।’ কোথাও লেখা আছে 'তারা পাখির ডাকে ঘুমিয়ে, ওঠে পাখির ডাকে জেগে'। অর্থাৎ কিছুটা বিভ্রান্তি রয়েছে।
ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানের গীতিকার কে?
ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানের গীতিকার হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। তিনি এই কালজয়ী গানটি বাংলা ভাষায় রচনা করেন।
ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানের সুরকার কে?
ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানের সুরকার হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। তিনি জনপ্রিয় এই গানের সুরকার ছিলেন।
ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানের শিল্পী কে?
ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানের শিল্পী হচ্ছে সমবেত কন্ঠ। এই গানের শিল্পী সমবেত কন্ঠ ছিল।
পরিশেষে বলতে চাচ্ছিঃ
ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানের lyrics আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা lyrics সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। এরকম সকল গানের লিরিক্স পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।