মেট্রোরেল সম্পর্কে গুরুত্বপূর্ণ ১০ টি বাক্য (বাংলা ও ইংরেজিতে)
ঢাকা মেট্রোরেল হচ্ছে ঢাকায় নির্মাণ করা শহর ভিত্তিক রেল ব্যবস্থা। ঢাকা মেট্রোরেল হওয়ার ফলে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। এখন ঢাকার মানুষেরা মেট্রোরেল ব্যবহার করে অল্প সময়ের মধ্যে কোনো যানজট ছাড়াই স্বাস্থ্যসম্মতভাবে ঢাকার এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য জানা প্রয়োজন।
সরকারি, বেসরকারি অথবা অন্যান্য প্রতিযোগিতামূলক যেকোনো পরীক্ষায় "মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য লিখ?" এই বিষয়ে প্রশ্ন আসতে পারে। আপনাদের সুবিধার জন্য এই পোস্টে মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাংলা এবং ইংরেজিতে বাক্য দেয়া হলো। তাহলে এবার মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাংলা ও ইংরেজি বাক্য জেনে নিন-
মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য |
ঢাকা মেট্রোরেল সম্পর্কে কিছু কথাঃ
বর্তমানে এখন পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রজেক্ট হচ্ছে ঢাকা মেট্রোরেল। বাংলাদেশে এই প্রথম ঢাকায় মেট্রোরেল চালু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ডিসেম্বর, ২০২২ সালে ঢাকা মেট্রোরেল উদ্বোধন করেছেন। এই মেট্রোরেল হওয়ার ফলে ঢাকার মানুষজন যানজট সমস্যা ছাড়াই একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যেতে পারবে। এতে মানুষের সময় বাঁচবে। ঢাকা মেট্রোরেল বিদ্যুতের মাধ্যমে অনেক দ্রুত চলে।
এছাড়াও মেট্রোরেলের ভেতর স্বাস্থ্যসম্মত ব্যবস্থা থাকায় যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। মেট্রোরেলে যানজটের সমস্যা নেই এবং ভিতরের পরিবেশ অনেক পরিস্কার। অর্থাৎ বলা যায় ঢাকায় মেট্রোরেল হওয়ার ফলে ঢাকাবাসীরা এখন অল্প সময়ের মধ্যেই যানজট ও অন্যান্য ভোগান্তি ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এতে বাংলাদেশ উন্নতিতে আরেক ধাপ এগিয়ে গেছে এবং ঢাকাবাসীদের কিছুটা হলেও যানজটের ভোগান্তি কমেছে।
আরো পড়ুনঃ মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান.
মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্যঃ
বাংলাদেশের এই প্রথম মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য নিচে দেয়া হলো। ঢাকা মেট্রোরেল সম্পর্কে দশটি বাংলা বাক্য হচ্ছে-
- ঢাকায় নির্মাণ করা শহর ভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রোরেল।
- ঢাকা মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে মাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি নামে পরিচিত।
- ২৮ ডিসেম্বর, ২০২২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল প্রথম উদ্বোধন করেন।
- ২৬ জুন ২০১৬ তারিখে ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়।
- মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে জাইকা (৭৫%) ও বাংলাদেশ সরকার।
- মেট্রোরেল প্রকল্পের বাজেট ৩৩,৪৭১.৯৯ কোটি টাকা।
- মেট্রোরেলের প্রথম নারী চালক মরিয়ম আফিজা।
- মেট্রোরেল পরিচালনা–প্রযুক্তি হচ্ছে - কমিউনিকেশন বেইজড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি)
- মেট্রোরেলের বিদুৎ জোগানের জন্য উপকেন্দ্রের সংখ্যা ৫টি।
- মেট্রোরেল প্রকল্পের ধাপ বা প্যাকেজ–সংখ্যা হচ্ছে ৮টি।
এই ছিল মেট্রোরেল সম্পর্কে ১০টি বাংলা বাক্য। উপরে মেট্রোরেল সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটি বাক্য বাংলায় দেয়া হয়েছে। আশা করছি মেট্রোরেল নিয়ে উপরে দেয়া দশটি বাক্য আপনাদের জন্য যথেষ্ট। এবার আপনারা মেট্রোরেল সম্পর্কে ইংরেজিতে দশটি বাক্য জেনে নিন-
মেট্রোরেল সম্পর্কে ইংরেজিতে ১০ টি বাক্যঃ
উপরে আপনাদের জন্য মেট্রোরেল সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটি বাক্য বাংলায় দেয়া হয়েছে। এবার আপনাদের জন্য মেট্রোরেল সম্পর্কে ইংরেজিতে ১০ টি বাক্য দেয়া হলো। মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে হচ্ছে-
- Dhaka Metro rail is the city based railway system built in Dhaka.
- Dhaka Metro Rail colloquially known as the Dhaka Metro is a mass rapid transit (MRT) system serving Dhaka, Bangladesh.
- Dhaka Metro Rail is expected to reduce congestion in the capital.
- Prime Minister Sheikh Hasina first inaugurated the metro rail on December 28, 2022.
- The budget of the Metro rail project is Tk 33,471.99 crore.
- Maryam Afiza is the first woman driver of Metrorail.
- The Dhaka Metrorail project was inaugurated on 26 June 2016.
- Metrorail project package number is 8.
- There are 5 substations for metro rail power supply.
- Metrorail minimum fare is 20 taka and maximum fare is 100 taka.
এই ছিল ঢাকা মেট্রোরেল সম্পর্কে ইংরেজিতে ১০ টি বাক্য। উপরে ঢাকা মেট্রোরেল সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটি বাক্য ইংরেজিতে দেয়া হয়েছে। আশা করছি মেট্রোরেল সম্পর্কে এই ১০ টি গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য আপনাদের জন্য যথেষ্ট।
আরো পড়ুনঃ স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য.
পরিশেষে বলতে চাচ্ছিঃ
মেট্রোরেল সম্পর্কে ১০টি বাংলা ও ইংরেজি বাক্য নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা মেট্রোরেল সম্পর্কে আরো বাক্য চান তাহলে জানাতে পারে। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।