স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ ১০টি বাক্য জেনে নিন
বর্তমানে বাংলাদেশের সবথেকে দীর্ঘতম সেতুর নাম পদ্মা বহুমুখী সেতু। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দীর্ঘ সময়ের ব্যবধানে স্বপ্নের এই পদ্মা সেতু নির্মাণ হয়েছে। এই সেতুর ফলে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে এবং মানুষ অল্প সময়ের মধ্যেই পদ্মা সেতু ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে। আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য জানা প্রয়োজন।
সরকারি, বেসরকারি অথবা অন্যান্য প্রতিযোগিতামূলক যেকোনো পরীক্ষায় "স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০ টি বাক্য লিখ?" এই বিষয়ে প্রশ্ন আসতে পারে। আপনাদের সুবিধার জন্য এই পোস্টে স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০ টি বাক্য দেয়া হলো। তাহলে এবার স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে দশটি বাক্য জেনে নিন-
পদ্মা সেতুর সংক্ষিপ্ত ইতিহাসঃ
পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা এর মাধ্যমে যুক্ত হয়েছে। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটেছে। ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্ভোদনের করা হয়েছে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প।
দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির ওপরের স্তরে রয়েছে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে রয়েছে একটি একক রেলপথ। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্পান বসানো সম্পন্ন হয়েছে। ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হয়েছে দেশটির সবচেয়ে বড় সেতু।
আরো পড়ুনঃ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান.
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্যঃ
নিম্নে স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০ টি বাক্য দেয়া হলো। স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে দশটি বাক্য হচ্ছে-
- বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম হচ্ছে পদ্মা বহুমুখী সেতু।
- পদ্মা সেতুর প্রকল্পের নাম হচ্ছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
- ২০১৪ সালের ৭ ডিসেম্বর স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। অতঃপর নির্মাণ কাজ শেষ হয় ২০২২ সালের ১৬ই ডিসেম্বর।
- স্বপ্নের পদ্মা সেতুর দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটার (২০,২০০ ফুট) প্রস্থ: ১৮.১০ মিটার (৫৯.৪ ফুট)
- স্বপ্নের পদ্মা সেতুর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে।
- স্বপ্নের পদ্মা সেতুর পিলার সংখ্যা 42 টি এবং স্প্যান সংখ্যা 41 টি।
- স্বপ্নের পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
- স্বপ্নের পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা ২৬৪টি। প্রতি পিলারের জন্য পাইলিং ৬টি।
- স্বপ্নের পদ্মা সেতুর প্রথম স্প্যান 37 ও 38 নম্বর খুটির পিলারের উপর বসানো হয়।
- স্বপ্নের পদ্মা সেতুর 41 টি স্প্যান বসাতে তিন বছর দুই মাস দশ দিন সময় লাগে।
এই ছিল স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য। উপরে আপনাদের জন্য স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে দশটি বাক্য দেয়া হয়েছে। আশা করছি পদ্মা সেতু সম্পর্কে এই দশটি বাক্য আপনাদের জন্য যথেষ্ট।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে আরো ১০ টি বাক্যঃ
উপরে আমি আপনাদের জন্য স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে দশটি বাক্য দিয়েছি। আপনাদের সুবিধার জন্য নিম্নে আমি আরো দশটি বাক্য দিচ্ছি। তাহলে এবার স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে আরো দশটি বাক্য জেনে নিন-
- স্বপ্নের পদ্মা সেতু বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প। এছাড়াও এটি বাংলাদেশের সবথেকে বড় সেতু।
- স্বপ্নের পদ্মা সেতু ২৫ শে জুন ২০২২ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
- মোঃ শফিকুল ইসলাম পদ্মা সেতুর পরিচালক ছিলেন।
- স্বপ্নের পদ্মা সেতুর দুইটি স্তর রয়েছে। উপরের স্তরে চার লেনের সড়কপথ এবং নিচের স্তরে একটি রেলপথ।
- পদ্মা সেতুর চুক্তি বিশ্ব ব্যাংক ২০১২ সালে বাতিল করে।
- দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সাথে স্বপ্নের পদ্মা সেতু সংযোগ স্থাপন করবে।
- তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্বপ্নের পদ্মা সেতুর প্রথম উদ্যোগ গ্রহণ করা হয়। তখন ১০ হাজার ১৬১ কোটি টাকাবাজেট ধরা হয়েছিলো।
- স্বপ্নের স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের ফলে নদী পারাপারে যারা নিযুক্ত তাদের ব্যবসার ক্ষতি হয়েছে। বিশেষ করে লঞ্চ মালিকদের। এছাড়াও নদীর দুই প্রান্তের ব্যবসায়ীদের আয় কমে গিয়েছে।
- পদ্মা সেতুর বাজেট মোট তিনবার সংশোধন করা হয়েছিল। প্রথমবার বাজেট করা ধরা হয় ১০ হাজার ১৬১ কোটি টাকা। ২০১১ সালে এই বাজেট সংশোধন করে ২০ হাজার ৫০৭ কোটি টাকা ব্যয় ধরা হয়। অতঃপর পূণরায় ২০১৬ সালে সংশোধন করে ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা ব্যয় ধরা হয়।
- স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের ফলে বাংলাদেশের অর্থনীতি আরো উন্নত হবে।
এই ছিল স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে আরো দশটি বাক্য। এখানে স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে মোট ২০টি বাক্য দেয়া হয়েছে। আশা করছি পদ্মা সেতু নিয়ে এই ২০টি বাক্য আপনাদের উপকারে আসবে।
আরো পড়ুনঃ পদ্মা সেতুর টোল তালিকা.
পরিশেষে বলতে চাচ্ছিঃ
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা পদ্মা সেতু সম্পর্কে আরো বাক্য চান তাহলে জানাতে পারে। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।