১১৬ জন আলেমের বিরুদ্ধে নামের তালিকা দেখে নিন

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের উদ্যোগে গত ১১ মে ‘মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গঠিত গণকমিশন’ ১১৬ জন আলেম ও ইসলামি বক্তার একটি তালিকা দুর্নীতি দমন কমিশনে জমা দেয়। গনকমিশন এই ১১৬ জন আলেমের বিরুদ্ধে জঙ্গি অর্থায়ন এবং ওয়াজের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অভিযোগ তোলে। 


এরপর আপনারা অনেকেই সেই 116 জন আলেমের কথা জানতে চাচ্ছেন যাদের বিরুদ্ধে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অভিযোগ করা হয়েছে। এই পোস্টে আমি ঘাতক দালাল নির্মূল কমিটির অভিযোগ করা ১১৬ জন আলেমের তালিকা দিব। আপনারা এই পোস্ট থেকে ১১৬ জন আলেমের নাম জানতে পারবেন যাদের বিরুদ্ধে জঙ্গি অর্থায়ন ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার কথা বলা হয়েছে। তাহলে এবার 116 জন আলেমের বিরুদ্ধে নামের তালিকা দেখে নিন- 


১১৬ জন আলেমের তালিকা


১১৬ জন আলেমের বিরুদ্ধে কিসের অভিযোগ? 

বর্তমানে একটি আলোচিত বিষয় হচ্ছে 116 জন আলেমের বিরুদ্ধে নামের তালিকা যেটি ঘাতক দালাল নির্মূল কমিটি দুদকের কাছে জমা দেয়। তারা দাবি করেছেন তালিকায় থাকা ১১৬ জন আলেম জঙ্গি অর্থায়নে চলাফেরা করে। এছাড়াও এই 116 জন আলেমের বিরুদ্ধে ওয়াজ করার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অভিযোগ করেছে। গণকমিশন অভিযোগ করেছে তালিকায় থাকা 116 জন আলেম ধর্ম ব্যবসা করে থাকে। 


এইসব অভিযোগের পর বাংলাদেশের মুসলমানদের মাঝে ব্যাপক বিক্ষোভ দেখা যায়। কারণ যেসব ১১৬ জন আলেমের বিরুদ্ধে ধর্মব্যবসার অভিযোগ আনা হয়েছে তারা ধর্ম ব্যবসা, জঙ্গি অর্থায়ন সহো যেসব অভিযোগ তাদের উপর আনা হয়েছে কোন কিছুর সাথে জড়িত নয়। তাহলে এবার দেখে নিন ১১৬ জন আলেমের নামের তালিকা যাদের উপর ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার এবং ধর্ম ব্যবসার অভিযোগ করা হয়েছিল- 


১১৬ জন আলেমের তালিকা, ১১৬ জন আলেমের নামঃ 

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি এবং জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক ককাসের যৌথ উদ্যোগে গঠিত ‘বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন’ ১১৬ জন আলেমের তালিকা যেটি দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় মানবাধিকার কমিশনে জমা দিয়েছে। সেখানে থাকা ১১৬ জন আলেমের  নামের তালিকা দেখে নিন যাদেরকে ধর্মব্যবসা, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা ও জঙ্গি অর্থায়নে চলাফেরা করার ইত্যাদি অভিযোগ করা হয়েছে- 


116 জন আলেমের বিরুদ্ধে নামের তালিকাঃ 

116 জন আলেমের বিরুদ্ধে করা নামের তালিকা বা লিস্ট হচ্ছে- 


  1. মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী 
  2. মাওলানা সাজিদুর রহমান, 
  3. মুফতি রেজাউল করিম, 
  4. মুফতি সৈয়দ ফয়জুল করিম, 
  5. মাওলানা খোরশেদ আলম কাসেমী, 
  6. মাওলানা আবুল কালাম আজাদ (বাশার), 
  7. মাওলানা জুনায়েদ আল হাবিব, 
  8. মুফতি দিলওয়ার হোসাইন সাইফী, 
  9. মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী, 
  10. মাওলানা মাহমুদুল হাসান ভূজপুরী, 
  11. মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, 
  12. মাওলানা মুহিব খান, 
  13. মুফতি সাঈদ আহমদ কলরব, 
  14. মুফতি দিলাওয়ার হোসাইন, 
  15. মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী, 
  16. মাওলানা আব্দুর রহিম বিপ্লবী, 
  17. মাওলানা আরিফ বিল্লাহ, 
  18. মাওলানা বজলুর রশিদ, 
  19. মুফতি নাজিবুল্লাহ আফসারী, 
  20. মাওলানা ওয়াসেক বিল্লাহ নোমানী, 
  21. মুফতি নূর হোসেন নুরানী, 
  22. মুফতি কাজী ইব্রাহিম, 
  23. মাওলানা গোলাম রাব্বানী, 
  24. মাওলানা মুজাফফর বিন মহসিন, 
  25. মাওলানা মোস্তফা মাহবুবুল আলম, 
  26. মাওলানা মাহমুদুল হাসান গুনবি, 
  27. মাওলানা শায়েখ সিফাত হাসান, 
  28. মাওলানা মোহাম্মদ রাকিব ইবনে সিরাজ, 
  29. মাওলানা ফয়সাল আহমদ হেলাল, 
  30. মাওলানা মতিউর রহমান মাদানী, 
  31. মাওলানা মুজিবুর রহমান, 
  32. মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, 
  33. মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীকী, 
  34. মাওলানা আজিজুল ইসলাম জালালী, 
  35. মাওলানা মেরাজুল হক কাসেমী, 
  36. মুফতি মুহসিনুল করিম, 
  37. মাওলানা আব্দুল বাসেত খান, 
  38. মাওলানা আবদুল খালেক সাহেব শরিয়তপুরী, 
  39. মুফতি মাহমুদ উল্লাহ আতিকী, 
  40. মুফতি উসমান গণি মুছাপুরী, 
  41. মাওলানা আবু নাঈম মুহাম্মাদ তানভীর, 
  42. মুফতি শিহাবুদ্দীন, 
  43. মুফতি মুসতাঈন বিল্লাহ আল-উসওয়ায়ী, 
  44. মাওলানা আশরাফ আলী হরষপুরী, 
  45. মাওলানা জাকারিয়া, 
  46. মুফতি আমজাদ হোসাইন আশরাফী, 
  47. মুফতি আনোয়ার হোসাইন চিশতী, 
  48. মাওলানা আতিকুল্লাহ, 
  49. মাওলানা বশির আহমদ, 
  50. মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, 
  51. মাওলানা রিজওয়ান রফিকী, 
  52. মাওলানা আবরারুল হক হাতেমী, 
  53. মাওলানা রাফি বিন মুনির, 
  54. মাওলানা আনোয়ারুল ইসলাম জাবেরী, 
  55. মাওলানা মোতাসিম বিল্লাহ আতিকী, 
  56. মুফতি শেখ হামিদুর রহমান সাইফী, 
  57. মাওলানা আজহারুল ইসলাম আজমী, 
  58. মাওলানা কামাল উদ্দিন দায়েমী, 
  59. মাওলানা কামাল উদ্দিন কাসেমী, 
  60. মাওলানা মুফতি রুহুল আমিন নুরী, 
  61. মাওলানা মাজহারুল ইসলাম মাজহারী, 
  62. মাওলানা মাহমুদুল হাসান ফেরদাউস, 
  63. মুফতি এহসানুল হক জিলানী, 
  64. মাওলানা মাহবুবুর রহমান জিহাদি, 
  65. মুফতি আব্দুল হক, 
  66. মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী, 
  67. মাওলানা ইসমাঈল বুখারী, 
  68. মাওলানা জয়নুল আবেদীন হাবিবী, 
  69. মাওলানা ইউসুফ বিন এনাম, 
  70. মাওলানা শাববীর আহমদ উসমানী, 
  71. মুফতি জাহিদুল ইসলাম যায়েদ, 
  72. মাওলানা আব্দুল কাইয়ুম জামী, 
  73. মাওলানা আবুল কালাম আজাদ, 
  74. মাওলানা ইসমাইল হোসাইন, 
  75. মুফতি আব্দুর রহিম হেলালী, 
  76. মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, 
  77. মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরী, 
  78. মাওলানা কাজিম উদ্দীন (অন্ধ হাফেজ), 
  79. মাওলানা ফেরদাউসুর রহমান, 
  80. মুফতি হারুনুর রশিদ, 
  81. মাওলানা আবুল কাসেম, 
  82. মুফতি ওয়ালী উল্লাহ, 
  83. মাওলানা আবু নাঈম মুহাম্মাদ তানভীর, 
  84. মাওলানা জাকারিয়া নাটোর, 
  85. মাওলানা আবুল হাসান (সাদী), 
  86. মুফতি রুহুল আমিন নুরী, 
  87. মুফতি মামুনুর রশিদ কামালী, 
  88. মাওলানা আবদুল কালাম আজাদ, 
  89. মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী (নওমুসলিম), 
  90. মাওলানা শামসুল হক যশোরী (নওমুসলিম), 
  91. মুফতি হাবিবুর রহমান মিসবাহ, 
  92. মাওলানা মুফতি ওলিউল্লাহ, 
  93. মাওলানা বেলাল হুসাইন ফারুকী, 
  94. মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, 
  95. মাওলানা আমির হামজা, 
  96. মাওলানা মিজানুর রহমান আযহারী, 
  97. মাওলানা তারেক মনোয়ার, 
  98. মাওলানা আব্দুল হালিম বোখারী, 
  99. মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, 
  100. মাওলানা আফম খালিদ হোসেন, 
  101. মাওলানা মামুনুল হক, 
  102. মাওলানা মুজিবুর রহমান হামিদী, 
  103. মাওলানা মুশতাকুন্নবী, 
  104. মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, 
  105. মাওলানা কুতুব উদ্দীন নানুপুরী, 
  106. মাওলানা বেলাল উদ্দীন, 
  107. মাওলানা রফিকুল ইসলাম মাদানী, 
  108. মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, 
  109. মাওলানা আবুল কালাম বয়ানী, 
  110. মাওলানা রফিকুল্লাহ আফসারী, 
  111. মাওলানা আব্দুল্লাহ আল-আমিন, 
  112. মাওলানা মোয়াজ্জেম হোসাইন সাইফী, 
  113. মাওলানা আলাউদ্দীন জিহাদি, 
  114. মাওলানা আবু বকর মোহাম্মদ জাকারিয়া, 
  115. জৈনপুরী সিলসিলার মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, 
  116. মাওলানা মাহবুবুর রহমান জৈনপুরী প্রমুখ। 


এই ছিলো গণকমিশনের দেয়া ১১৬ জন আলেমের বিরুদ্ধে নামের তালিকা। উপরে দেয়া 116 জন আলেমের বিরুদ্ধে গণকমিশন: জঙ্গি অর্থায়ন, ওয়াজের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্ঠ এবং ধর্ম ব্যবসা করার অভিযোগ করেছে। 


তবে এখানে আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন মাওলানা মিজানুর রহমান আযহারী এবং মাওলানা তারেক মনোয়ার এদের বিরুদ্ধেও ধর্ম ব্যবসা করার অভিযোগ করেছে। যেসব মাওলানা ওয়াজের মাধ্যমে মানুষকে ভালো কাজের আহ্বান করে এবং সমাজ থেকে খারাপ কাজ দূর করার চেষ্টা করে আজকে তাদের বিরুদ্ধেই ধর্মীয় সম্প্রীতি নষ্ঠ, জঙ্গি অর্থায়ন এবং ধর্মব্যবসা করার অভিযোগ উঠেছে। মুসলমানরা এটি কখনোই মেনে নিবে না। 


১১৬ জন আলেম এর বিরুদ্ধে অভিযোগ সঠিক কিনা? 

116 জন আলেমের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটি যে ভুল তার অনেক প্রমান রয়েছে। প্রথমত ৩০ নম্বরে যার নাম দিয়েছে মাওলানা মতিউর রহমান মাদানি তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা। তিনি বর্তমানে সৌদি আরবে থাকেন। 


তার নাম পর্যন্ত এখানে যুক্ত করা হয়েছে। এছাড়াও ১১৬ জন আলেমের নামের তালিকা একজন আলেম রয়েছে যিনি অন্ধ এবং মারা গিয়েছেন। তার নাম পর্যন্ত এখানে তারা দিয়েছে। এতেই বোঝা যায় এখানে উদ্দেশ্যে প্রণিতভাবে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ধর্ম ব্যবসা করার অভিযোগ করা হয়েছে। 


আলেমদের এই বিষয়ে বক্তব্য কি? 

১১৬ জন আলেমের বিরুদ্ধে জঙ্গি অর্থায়ন, ধর্মীয় সম্প্রীতি নষ্ঠ এবং ধর্ম ব্যবসার অভিযোগের  তালিকা প্রকাশের পর আলেমদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ইসলামী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এর নিন্দা জানানো হয়েছে। 


মাওলানা আলতাফ হোসাইন বলেন - শ্বেপত্রে বলা হয়েছে আলেমরা ধর্ম ব্যবসা করেন। এখানে ৯০ শতাশং আলেম আছেন যারা মানুষকে কোরআনের কথা বলছেন, হাদিসের কথা বলছেন। মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে বলছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। বাবা মায়ের হক নিয়ে কথা বলছেন। প্রতিবেশির হক নিয়ে কথা বলছেন। আজকে কেনো তাদেরকে মানি লন্ডারিংয়ে জড়িত বলা হচ্ছে। ধর্ম ব্যবসায়ীর তালিকায় আলেমদের নাম দেয়ার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। 


১১৬ জন আলেমের বিরুদ্ধে কারা অভিযোগ করেছে?

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি এবং জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক ককাসের যৌথ উদ্যোগে গঠিত ‘বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন’ ১১৬ জন আলেমের তালিকা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় মানবাধিকার কমিশনে জমা দিয়েছে। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ 

১১৬ জন আলেমের বিরুদ্ধে নামের তালিকা আশা করি জানতে পেরেছেন। এখানে ১১৬ জন আলেমের নামের তালিকা দেয়া হয়েছে যাদের বিরুদ্ধে ধর্ম ব্যবসা, জঙ্গি অর্থায়ন এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ঠ করার অভিযোগ আনা হয়েছিল। এই বিষয়ে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url