আইয়ামে জাহেলিয়া বলতে কি বুঝ? অর্থ কি? পরিচয় ও সময়কাল
আইয়ামে জাহেলিয়া বলতে কি বুঝ? আইয়ামে জাহেলিয়ার পরিচয় ও সময়কাল এই সম্পর্কে আমরা অনেকেই জানিনা। এছাড়াও বিভিন্ন পরীক্ষায় আইয়ামে জাহেলিয়া অর্থ কি? সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আসে। যদি আপনি আইয়ামে জাহেলিয়া বলতে কি বুঝায় না জানেন তাহলে এই পোস্ট আপনার জন্য।
কারণ এই পোস্টে "আইয়ামে জাহেলিয়া বলতে কি বুঝ" প্রশ্নের উত্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে। আপনারা পুরো পোস্ট পড়ার মাধ্যমে আইয়ামে জাহেলিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তাহলে এবার আইয়ামে জাহেলিয়া পরিচয় ও সময়কাল জেনে নিন-
আইয়ামে জাহেলিয়া অর্থ কিঃ
“আইয়্যাম” শব্দের অর্থ যুগ বা সময়। আর “জাহেলিয়া” শব্দের অর্থ হচ্ছে - তমসা বা অন্ধকার, অজ্ঞতা, বর্বরতা, কুসংস্কার ইত্যাদি বুঝায়। সুতরাং আইয়ামে জাহেলিয়া শব্দের অর্থ অন্ধকার যুগ।
আইয়ামে জাহেলিয়া সম্পর্কে জানার গুরুত্বঃ
ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবন চরম তমসাচ্ছন্ন ও অন্ধকারাচ্ছন্ন ছিল। বিশ্বের অন্যান্য স্থানে সভ্যতার বিকাশ ঘটলেও আরবের লোকেরা সভ্যতার সংস্কৃতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। সেই সময় আরবের প্রায় সকল স্থানেই বিশৃঙ্খলা ও অরাজকতা বিদ্যমান ছিল।
এছাড়াও বিভিন্ন পাবলিক পরীক্ষায় আইয়ামে জাহেলিয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আসে। যারা ইসলামের ইতিহাসের ছাত্র তাদের মুসলমানদের ইতিহাস সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে - "আইয়ামে জাহেলিয়া বলতে কি বুঝ? অথবা আইয়ামে জাহেলিয়ার পরিচয় ও সময়কাল? অথবা আইয়ামে জাহেলিয়ার আভিধানিক অর্থ কি?" ইত্যাদি।
নিম্নে আমি সেই সকল প্রশ্নের উত্তর সাজিয়ে দিয়েছি। আপনারা উত্তরটি পড়ে "আইয়ামে জাহেলিয়া বলতে কি বুঝ? অথবা আইয়ামে জাহেলিয়ার পরিচয় ও সময়কাল? আইয়ামে জাহেলিয়ার আভিধানিক অর্থ কি?" এই সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং দিতে পারবেন। তাহলে এবার আইয়ামে জাহেলিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন-
আরো পড়ুনঃ হানিফ সম্প্রদায় কারা ব্যাখ্যা কর?.
প্রশ্নঃ আইয়ামে জাহেলিয়া বলতে কি বুঝ?
উত্তরঃ ভূমিকা - ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবন চরম তমসাচ্ছন্ন ও অন্ধকারাচ্ছন্ন ছিল। বিশ্বের অন্যান্য স্থানে সভ্যতার বিকাশ ঘটলেও আরবের লোকেরা সভ্যতার সংস্কৃতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। সেই সময় আরবের প্রায় সকল স্থানেই বিশৃঙ্খলা ও অরাজকতা বিদ্যমান ছিল। এই সকল কারণে এই সময়কালকে আইয়্যামে জাহেলিয়ার যুগ বলা হয়ে থাকে।
আইয়্যামে জাহেলিয়ার সংজ্ঞাঃ
প্রাক ইসলামি আরবকে আইয়্যামে জাহেলিয়া বলা হয়৷
শাব্দিক অর্থেঃ
“আইয়্যাম” শব্দের অর্থ যুগ বা সময়। আর “জাহেলিয়া” শব্দের অর্থ তমসা বা অন্ধকার, অজ্ঞতা, বর্বরতা, কুসংস্কার ইত্যাদি বুঝায়। সুতরাং আইয়্যামে জাহেলিয়া বলতে অজ্ঞতার যুগ বা তমসাচ্ছন্ন যুগকে বুঝায়৷
ব্যাপক অর্থেঃ
ইসলামের আগমনের পূর্বে আরবের মানুষের সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক ইত্যাদি ক্ষেত্রে যে চরম বিশৃঙ্খলা ও অরাজকতা বিদ্যমান ছিল সেটি আইয়্যামে জাহেলিয়া নামে পরিচিত।
আইয়্যামে জাহেলিয়াঃ
আরব বিশ্ব আইয়্যামে জাহেলিয়ার সময় সভ্যতা থেকে বিচ্ছিন্ন ছিল। মেসিওরিযান বলেন, এ আশ্চর্যজনক ঘটনার পূর্বে আরবদের দুনিয়ার জ্ঞান বিজ্ঞান, ধর্ম ও সংস্কৃতির ইতিহাসে কোনোপ্রকার অস্তিত্ব ছিল না। তবে তাদের নিজস্ব কোন কৃষ্টিও ছিল না এ কথা বলা যায় না। এ প্রসঙ্গে হিট্টি বলেন, দক্ষিণ আরবের মত সুশিক্ষিত ও জ্ঞান গরিমায় উন্নত সমাজকে অজ্ঞতা বা বর্বরতার সংজ্ঞা দেওয়া যায় না।
ওয়েল ইউসেন-এর মতে, আরবদের ধর্ম ও রাজনৈতিক জীবন আদিম অবস্থায় ছিল। তবে কৃষ্টি ও সভ্যতার ক্ষেত্রে তাদের অনেক গুণ থাকলেও তাদের চারিত্রিক অধঃপতন এমন এক পর্যায়ে নেমে যায় যে, তাদেরকে অসভ্য ও বর্বর বলা যায়।
আরো পড়ুনঃ জাজিরাতুল আরব বলতে কি বুঝ?.
আইয়ামে জাহেলিয়ার সময়কালঃ
কোন প্রকার প্রত্যক্ষ প্রমাণ না থাকায় কখন আইয়ামে জাহেলিয়া যুগের সূচনা হয় সেটি বলা যায় না। কোন কোন ঐতিহাসিক বলেন, হজরত আদম (আ) এর সময় থেকে হজরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের পূর্বের সময়কে আইয়্যামে জাহেলিয়া বলা হয়। কিন্তু এই মতবাদ গ্রহণযোগ্য নয়। আরব ঐতিহাসিকগণের মতে, হজরত ঈসা (আ) এর মৃত্যুর পর থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত আইয়্যামে জাহেলিয়া যুগ ছিল।
ঐতিহাসিক নিকলসন বলেন, এই অবস্থা ইসলামের আবির্ভাবের পূর্বের একশ বছর পর্যন্ত বিস্তৃত। ঐতিহাসিক পি.কে. হিট্টি এ মত সমর্থন করেছেন। তিনি বলেন, নবী, ঐশী কিতাব ও ধর্মীয় চেতনার অবর্তমানে হজরত মুহাম্মদ (সা.)-এর নবুয়াত প্রাপ্তির এক শতাব্দী পূর্বে আরব জাতির যে অধঃপতন একে অজ্ঞতার যুগ বলা হয়। পিকে হিট্টি আরো বলেন, সাধারণত জাহেলিয়া শব্দের অর্থ অজ্ঞতার বা বর্বরতার যুগ বুঝায় যে যুগে আরবে কোন নিয়মকানুন ছিল না। কোন নবির আবির্ভাব ঘটেনি এবং কোন ঐশী কিতাব নাযিল হয়নি।
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, আইয়্যামে জাহেলিয়া বলতে বর্বরতার যুগকে বুঝায়। আরবদের মাঝে জাহেলিয়া যুগে কিছু ভালো গুণ থাকলেও তাদের খারাপ গুণই বেশি ছিল। সে জন্য অধিকাংশ ঐতিহাসিকদের মতে, ইসলামের আবির্ভাবের পূর্বের যুগ ছিল অজ্ঞতার ও বিশৃঙ্খলার যুগ।
পরিশেষে বলতে চাচ্ছিঃ
এই ছিলো আইয়ামে জাহেলিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করছি আপনারা আইয়ামে জাহেলিয়া সম্পর্কে জানতে পেরেছেন। আপনারা উপরের পোস্ট থেকে আইয়ামে জাহেলিয়ার পরিচয় ও সময়কাল জানার পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় আসা "আইয়ামে জাহেলিয়া বলতে কি বুঝ?" এই সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন। আশা করছি আইয়ামে জাহেলিয়া বলতে কি বুঝ? প্রশ্নের উত্তর নিয়ে এই পোস্ট আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। এরকম আরো নিত্য নতুন পোস্ট পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে মেসেজের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।