স্কিটো সিমের ব্যালেন্স চেক করার কোড ও নিয়ম দেখুন
আপনি কি স্কিটো সিম ব্যবহার করেন? যদি ব্যবহার করেন তাহলে তো মাঝেমধ্যে স্কিটো সিমে কত টাকা রয়েছে চেক করতে হয়। স্কিটো সিমে ব্যালেন্স চেক করার মাধ্যমে স্কিটো সিমে কত টাকা রয়েছে জানা যায়। কিন্তু অনেকেই স্কিটো সিমের ব্যালেন্স চেক করার নিয়ম জানেনা।
যদি আপনি স্কিটো সিমে টাকা দেখার নিয়ম না জানেন তাহলে এই পোস্ট আপনার জন্য। কারণ এই পোস্টে আমি স্কিটো সিমের ব্যালেন্স চেক কোড ও নিয়ম দেখাবো। আপনারা স্কিটো সিমের টাকা দেখার দুইটি উপায় জেনে সহজেই আপনাদের স্কিটো সিমে কত টাকা রয়েছে জানতে পারবেন-
স্কিটো সিমের ব্যালেন্স চেক |
Skitto Balance Check
গ্রামীনফোনের অন্যতম একটি জনপ্রিয় সিম হচ্ছে স্কিটো। স্বল্পমূল্যে বেশি ইন্টারনেট দেয়ায় এই সিম অনেকের কাছে জনপ্রিয়। এখন স্কিটো হচ্ছে নতুন প্রজন্মের জন্য গ্রামীণফোনের একটি মোবাইল সাবস্ক্রিপশন প্যাকেজ। এই স্কিটো সিমে টাকা রিচার্জ করার পর অনেক সময় আমাদেরকে ব্যালেন্স চেক করতে হয়।
কিন্তু স্কিটো সিম গ্রামীণফোনের একটি প্রোডাক্ট হলেও জিপি ও স্কিটো সিমের ব্যালেন্স চেক করার কোড ও নিয়ম সম্পূর্ণ আলাদা। অর্থাৎ আপনি জিপি সিমের ব্যালেন্স চেক করার জন্য যে নিয়ম অনুসরণ করেছিলেন একই নিয়মে স্কিটো সিমের ব্যালেন্স চেক করতে পারবেন না। আপনাকে স্কিটো সিমের ব্যালেন্স চেক করতে নির্দিষ্ট কোড ও পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে এবার স্কিটো সিমের ব্যালেন্স চেক করার কোড ও উপায় জেনে নিন-
আরো পড়ুনঃ স্কিটো সিমের এমবি চেক করার নিয়ম.
স্কিটো সিমের ব্যালেন্স চেক করার নিয়মঃ
অন্যান্য সিমের মতো স্কিটো সিমের ব্যালেন্স চেক করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনার স্কিটো সিমের টাকা দেখতে পারবেন। স্কিটো সিমের টাকা চেক করার জন্য দুইটি উপায় রয়েছে। নিয়ম দুইটি হচ্ছে-
- কোড ডায়াল করার মাধ্যমে।
- স্কিটো অ্যাপের মাধ্যমে।
আপনারা কোড ডায়াল করে এবং স্কিটো অ্যাপের মাধ্যমে খুব সহজেই স্কিটো সিমের ব্যালেন্স চেক করতে পারবেন। তবে আমি আপনাদের দেখানোর জন্য দুইটি পদ্ধতিতেই কিভাবে স্কিটো ব্যালেন্স চেক করতে হয় তার পদ্ধতি দেখাবো। তাহলে এবার কোড ডায়াল করে এবং স্কিটো অ্যাপের মাধ্যমে স্কিটো সিমের ব্যালেন্স চেক করার উপায় জেনে নিন-
স্কিটো সিমের ব্যালেন্স চেক কোডঃ
আপনারা খুব সহজেই কোড ডায়াল করার মাধ্যমে স্কিটো সিমের ব্যালেন্স চেক করতে পারবেন। স্কিটো সিমের টাকা দেখার কোড হচ্ছে *121*1*1#
কোড ডায়াল করে স্কিটো সিমের ব্যালেন্স চেক করতে চাইলে নিচের স্ক্রিনশটের মতো আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *121*1*1# কোড ডায়াল করুন-
অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনার স্কিটো সিমের ব্যালেন্স দেখতে পারবেন। আপনার স্কিটো সিমে কত টাকা রয়েছে এবং সেই টাকার মেয়াদ কতদিন সকল তথ্য এখানে দেখতে পারবেন-
এই ছিলো কোড ডায়াল করে স্কিটো সিমের ব্যালেন্স চেক করার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *121# কোড ডায়াল করার মাধ্যমে আপনার স্কিটো সিমের টাকা দেখতে পারবেন। তাহলে এবার আপনারা স্কিটো অ্যাপের মাধ্যমে স্কিটো সিমের ব্যালেন্স চেক করার পদ্ধতি জেনে নিন-
স্কিটো অ্যাপের মাধ্যমে স্কিটো সিমের টাকা দেখার নিয়মঃ
স্কিটো অ্যাপের মাধ্যমে খুব সহজেই স্কিটো সিমের টাকা চেক করা যায়। তবে স্কিটো অ্যাপের মাধ্যমে স্কিটো ব্যালেন্স চেক করতে চাইলে আপনার মোবাইলে স্কিটো অ্যাপ থাকতে হবে।
আপনার মোবাইলে স্কিটো অ্যাপ থাকলে তো ভালোই আর যদি না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে নিচের স্ক্রিনশট দেখানো Skitto লিখে সার্চ করে আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন। অথবা Skitto app এই লিংকে প্রবেশ করে সরাসরি প্লে স্টোর থেকে ইন্সটল করবেন। অতঃপর এই অ্যাপ ওপেন করবেন-
স্কিটো অ্যাপ ওপেন করার পর আপনার স্কিটো নাম্বার দিয়ে লগইন করবেন। অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো স্কিটো অ্যাপের হোম পেজে আপনার স্কিটো সিমের ব্যালেন্স দেখতে পারবেন-
এই ছিলো স্কিটো অ্যাপের মাধ্যমে স্কিটো সিমের ব্যালেন্স চেক করার উপায়। আপনারা উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্কিটো অ্যাপ ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই আপনাদের স্কিটো সিমের টাকা দেখতে পারবেন।
স্কিটো সিমের ব্যালেন্স চেক করার এই ছিলো দুইটি পদ্ধতি। এখানে কোড ডায়াল করে এবং স্কিটো অ্যাপের মাধ্যমে স্কিটো সিমের ব্যালেন্স চেক করার নিয়ম দেখানো হয়েছে। উপরে দেখানো দুইটি পদ্ধতির মধ্যে আপনাদের যে পদ্ধতি ভালো লাগে সেই পদ্ধতি অনুযায়ী স্কিটো সিমের ব্যালেন্স দেখতে পারবেন।
আরো দেখুনঃ বাংলালিংক ব্যালেন্স চেক করার কোড ও নিয়ম.
পরিশেষে বলতে চাচ্ছিঃ
স্কিটো সিমের ব্যালেন্স চেক করার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা Skitto sim balance check সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।