সকল সিমের প্রমোশনাল এসএমএস চালু করার নিয়ম (আগের মত এসএমএস আসবে)
আমরা বিভিন্ন কারণে প্রমোশনাল এসএমএস বন্ধ করে থাকি। পরবর্তীতে অনেক সময় আমাদেরকে বন্ধ থাকা প্রমোশনাল এসএমএস চালু করতে হয়। প্রমোশনাল এসএমএস চালু করার মাধ্যমে পূর্বের মতন আমরা মোবাইলে বিভিন্ন অফারের এসএমএস পেয়ে থাকি। কিন্তু অনেকেই রয়েছেন যারা প্রমোশনাল এসএমএস চালু করার নিয়ম জানেনা।
যদি আপনি প্রমোশনাল এসএমএস চালু করার উপায় না জানান তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই পোস্টে আমি "কিভাবে সকল সিমের প্রমোশনাল এসএমএস চালু করতে হয়" তার পদ্ধতি দেখাবো। আপনারা বন্ধ থাকা প্রমোশনাল এসএমএস চালু করার মাধ্যমে পূর্বের মতো আবার মোবাইলে বিভিন্ন অফারের এসএমএস নিয়ে আসতে পারবেন। তাহলে সকল সিমে প্রমোশনাল এসএমএস চালু করার নিয়ম দেখে নিন-
প্রমোশনাল এসএমএস কাকে বলে?
আমরা যেসব সিম ব্যবহার করি সেইসব সিমে প্রতিনিয়ত বিভিন্ন রকমের অফার সংক্রান্ত এসএমএস আসে। সিম অপারেটররা তাদের সেবা ও অফার আমাদেরকে জানাতে যে এসএমএস পাঠায় সেগুলোকে প্রমোশনাল এসএমএস বলা হয়।
সিম অপারেটররা তাদের নিত্য নতুন অফারগুলো আমাদেরকে জানানোর জন্য আমাদের মোবাইলে প্রতিদিন প্রমোশনাল এসএমএস পাঠায়। আমরা এই সকল প্রমোশনাল এসএমএসের মাধ্যমে আমাদের সিমের সকল অফার সম্পর্কে জানতে পারি।
আরো পড়ুনঃ প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম.
প্রমোশনাল এসএমএস চালু করার সুবিধাঃ
প্রমোশনাল এসএমএস চালু করার সুবিধা অনেক। কারণ প্রমোশনাল এসএমএস চালু করার মাধ্যমে আমরা বিভিন্ন অফারের এসএমএস পেয়ে থাকি। যেমন মনে করুন আপনি জিপি সিম ব্যবহার করেন। এখন যদি জিপি অফিস থেকে আপনার মোবাইলে ১০০ টাকায় ১০ জিবি ৩০ দিন মেয়াদের এসএমএস আসে তাহলে এটা হবে আপনার জন্য প্রমোশনাল এসএমএস।
আপনি এই প্রমোশনাল এসএমএস এর মাধ্যমে ১০০ টাকায় ১০ জিবি ৩০ দিন মেয়াদের ইন্টারনেট প্যাক সম্পর্কে জানতে পারবেন এবং নিতে পারবেন। কিন্তু যদি আপনি প্রমোশন এসএমএস বন্ধ করেন তাহলে এরকম এসএমএস পাবেন না। এতে বিভিন্ন অফার আপনার মিস হতে পারে। এই কারণে আপনি যে সিম অপারেটর ব্যবহার করেন না কেনো প্রমোশনাল এসএমএস চালু রাখলে সেই সিমের সকল অফার এসএমএসের মাধ্যমে জেনে ব্যবহার করতে পারবেন।
এই কারণে আমাদেরকে প্রোমোশনাল এসএমএস চালু রাখতে হয়। এই ছিলো প্রমোশনাল এসএমএস চালু রাখার সুবিধা। এবার আপনারা সকল সিমে প্রমোশন এসএমএস কিভাবে চালু করতে হয় তার পদ্ধতি দেখে নিন-
প্রমোশনাল এসএমএস চালু করার নিয়মঃ
প্রমোশন এসএমএস বন্ধ করলে পরবর্তীতে আমাদেরকে প্রমোশনাল এসএমএস চালু করার প্রয়োজন হতে পারে। তবে প্রমোশনাল এসএমএস চালু করার নিয়ম অনেক সহজ হওয়ায় আমরা খুব সহজেই বন্ধ থাকা প্রমোশনাল এসএমএস চালু করতে পারি। নিম্নে আমি সকল সিমের প্রমোশনাল এসএমএস চালু করার পদ্ধতি দেখিয়েছি।
আপনারা একটি কোড ডায়াল করার মাধ্যমেই গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক সিমে প্রমোশনাল এসএমএস চালু করতে পারবেন। তাহলে এবার সকল সিমে প্রমোশনাল এসএমএস কিভাবে চালু করতে হয় দেখে নিন-
বাংলালিংক প্রমোশনাল এসএমএস চালু করার নিয়মঃ
বাংলালিংক প্রমোশনাল এসএমএস চালু করার নিয়ম অনেক সহজ। আপনারা একটি এসএমএস পাঠানোর মাধ্যমে খুব সহজেই বাংলালিংক সিমে বন্ধ থাকা প্রমোশনাল এসএমএস চালু করতে পারবেন। বাংলালিংকে প্রমোশনাল এসএমএস চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
- প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন।
- মেসেজ অপশনে গিয়ে ON লিখে ৬১২১ নম্বরে সেন্ড করলেই বাংলালিংকে প্রমোশনাল এসএমএস চালু হবে।
এই ছিলো বাংলালিংকে প্রমোশনাল এসএমএস চালু করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী ON লিখে ৬১২১ নাম্বারে এসএমএস পাঠিয়ে বাংলালিংক সিমে প্রমোশনাল এসএমএস চালু করতে পারবেন। তাহলে এবার জিপি প্রমোশনাল এসএমএস চালু করার নিয়ম দেখে নিন-
গ্রামীণফোন জিপি প্রমোশনাল এসএমএস চালু করার নিয়মঃ
গ্রামীণফোনের প্রমোশনাল এসএমএস চালু করার নিয়ম অনেক সহজ। আপনারা একটি কোড ডায়াল করার মাধ্যমে খুব সহজেই জিপি প্রমোশনাল এসএমএস চালু করতে পারবেন। জিপি সিমে প্রমোশনাল এসএমএস চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
- আপনার মোবাইলের ডায়ল অপশননে গিয়ে *১২১*১১০২# কোড ডায়াল করলেই জিপি সিমে প্রমোশনাল এসএমএস চালু হবে।
এই ছিলো গ্রামীণফোনে প্রমোশনাল এসএমএস চালু করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *১২১*১১০২# কোড ডায়াল করার মাধ্যমে জিপি সিমে প্রমোশনাল এসএমএস চালু করতে পারবেন। তাহলে এবার রবি প্রমোশনাল এসএমএস চালু করার নিয়ম দেখে নিন-
রবি প্রমোশনাল এসএমএস চালু করার নিয়মঃ
রবি প্রমোশনাল এসএমএস চালু করার নিয়ম অনেক সহজ। আপনারা একটি কোড ডায়াল করার মাধ্যমে খুব সহজেই রবি সিমে বন্ধ থাকা প্রমোশনাল এসএমএস চালু করতে পারবেন। রবিতে প্রমোশনাল এসএমএস চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
- রবি সিমে প্রোমোশনাল এসএমএস চালু করার জন্য আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *7# লিখে ডায়াল করবেন।
- তারপর নতুন একটা পেজ আসবে সেখানে 1 লিখে রিপ্লাই করতে হবে।
- ডায়াল করে দেওয়ার সাথে সাথে আপনার রবি সিমে প্রমোশনাল অফার এসএমএস আসা চালু হয়ে যাবে।
এই ছিলো রবি সিমে প্রমোশনাল এসএমএস চালু করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *7# কোড ডায়াল করার মাধ্যমে আপনাদের রবি সিমে আসা প্রমোশনাল এসএমএস চালু করতে পারবেন। তাহলে এবার এয়ারটেল সিমে কিভাবে প্রমোশনাল এসএমএস চালু করতে হয় দেখে নিন-
এয়ারটেল প্রমোশনাল এসএমএস চালু করার নিয়মঃ
এয়ারটেল প্রমোশনাল এসএমএস চালু করার নিয়ম অনেক সহজ। আপনারা একটি কোড ডায়াল করার মাধ্যমে খুব সহজেই এয়ারটেল সিমে বন্ধ থাকা প্রমোশনাল এসএমএস চালু করতে পারবেন। এয়ারটেলের প্রমোশনাল এসএমএস চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
- এয়ারটেল সিমে প্রোমোশনাল এসএমএস চালু করার জন্য আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *7# লিখে ডায়াল করবেন।
- তারপর নতুন একটা পেজ আসবে সেখানে 1 লিখে রিপ্লাই করতে হবে।
- ডায়াল করে দেওয়ার সাথে সাথে আপনার এয়ারটেল সিমে প্রমোশনাল অফার এসএমএস আসা চালু হয়ে যাবে।
এই ছিলো এয়ারটেল সিমে প্রমোশনাল এসএমএস চালু করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *7# কোড ডায়াল করার মাধ্যমে আপনাদের এয়ারটেল সিমে আসা প্রমোশনাল এসএমএস চালু করতে পারবেন। তাহলে এবার টেলিটক সিমে কিভাবে প্রমোশনাল এসএমএস চালু করতে হয় দেখে নিন-
টেলিটক প্রমোশনাল এসএমএস চালু করার নিয়মঃ
টেলিটক গ্রাহকরা চাইলেও তাদের প্রমোশনাল এসএমএস বন্ধ করতে পারেনা। কারণ টেলিটক এখন পর্যন্ত প্রমোশনাল এসএমএস বন্ধ করার সার্ভিস নিয়ে আসেনি। যেহেতু টেলিটক সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করা যায়না তাই টেলিটক প্রমোশনাল এসএমএস চালু করার প্রয়োজন নেই।
কারণ টেলিটক সিমের সব সময় প্রমোশনাল এসএমএস চালু থাকে। তবে অন্যান্য সিমের তুলনায় টেলিটক সিমে প্রমোশনাল এসএমএস খুব কম আসে। যেহেতু টেলিটক সিমে প্রমোশনাল এসএমএস খুব কম আসে এবং টেলিটক প্রমোশনাল এসএমএস বন্ধ করা যায়না তাই আমাদেরকে আলাদা করে টেলিটক প্রমোশনাল এসএমএস চালু করার নিয়ম নিয়ে ভাবতে হয়না।
এই ছিলো সকল সিমের প্রমোশনাল এসএমএস চালু করার নিয়ম। এই পোস্টে গ্রামীণফোন, বাংলালিংক, রবি এয়ারটেল এবং টেলিটক সিমের প্রমোশনাল এসএমএস চালু করার নিয়ম দেখানো হয়েছে। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই সকল সিমে বন্ধ থাকা প্রমোশনাল এসএমএস চালু করতে পারবেন।
পরিশেষে বলতে চাচ্ছি - প্রমোশনাল এসএমএস চালুঃ
প্রমোশনাল এসএমএস চালু করার উপায় নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা সকল সিমে কিভাবে প্রমোশনাল এসএমএস চালু করতে হয় সেটি সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।