রকেট লেনদেন হিস্টোরি দেখার নিয়ম, Rocket Mini Statement Check
রকেট একাউন্টের মাধ্যমে যখন আমরা লেনদেন করি তখন সেই লেনদেন করার হিস্টরি থাকে। আমরা পরবর্তীতে রকেট লেনদেন হিস্টরি দেখার মাধ্যমে কার সাথে কত টাকা লেনদেন করেছে বিস্তারিত জানতে পারি। তবে অনেকেই রয়েছেন যারা রকেট লেনদেন হিস্টোরি দেখার নিয়ম জানেনা।
যদি আপনি রকেট একাউন্টের লেনদেন তালিকা দেখার নিয়ম না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই পোস্টে আমি "কিভাবে রকেট একাউন্টের লেনদেন হিস্টোরি দেখতে হয়" তার দুইটি পদ্ধতি জানাবো। আপনারা Rocket Mini Statement Check করার মাধ্যমে খুব সহজেই রকেট একাউন্ট থেকে করা লেনদেন দেখতে পারবেন-
রকেট একাউন্ট - Rocket account
বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস হচ্ছে রকেট। বাংলাদেশের সবার প্রথম মোবাইল ব্যাংকিং সার্ভিস হিসেবে রকেট চালু হয়। ডাচ বাংলা ব্যাংক এই রকেট একাউন্টের প্রতিষ্ঠাতা। প্রথমে রকেট একাউন্টের নাম ছিলো ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সার্ভিস।
পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় রকেট একাউন্ট। রকেট একাউন্ট ডাচ বাংলা ব্যাংক থেকে পরিচালনা হয়ে থাকে। এই রকেট একাউন্টের সাহায্যে টাকা আদান প্রদান করা, কেনাকাটা করা, বিভিন্ন বিল প্রদান করা সহো অনেক সুবিধা পাওয়া যায়।
রকেট লেনদেন হিস্টরি দেখার সুবিধাঃ
রকেট লেনদেন হিস্টোরি দেখার অনেক সুবিধা রয়েছে। কারণ যখন আমরা রকেট একাউন্ট থেকে লেনদেন করি তখন আমাদের মোবাইলে একটি এসএমএস আসে। আমরা সেই এসএমএসের মাধ্যমে শুধুমাত্র তখনকার লেনদেন হিস্টোরি দেখতে পারি। কিন্তু আমাদেরকে অনেক সময় রকেট একাউন্ট থেকে করা পূর্বের সকল লেনদেন করার তালিকা জানার প্রয়োজন হয়ে থাকে।
আমরা রকেট লেনদেন হিস্টরি দেখার মাধ্যমে আমাদের রকেট একাউন্ট থেকে করা সকল লেনদেন সম্পর্কে বিস্তারিত জানতে পারি। যেমন মনে করুন কেউ একজন আপনাকে বলল সে আপনার রকেট একাউন্টে পূর্বে ৫০০ টাকা পাঠিয়ে দিয়েছিল। এখন যদি আপনার মনে না থাকে অথবা তার কথায় সন্দেহ হয় তাহলে রকেট লেনদেন হিস্টরি দেখার মাধ্যমে জানতে পারবেন সেই ব্যক্তি আপনার রকেট একাউন্টে উক্ত তারিখে ৫০০ টাকা পাঠিয়েছে কিনা।
এছাড়াও আপনি রকেট একাউন্টের মাধ্যমে কত টাকা কোথায় ব্যয় করেছেন সকল তথ্য Rocket Mini Statement Check করার মাধ্যমে জানতে পারবেন। এবার তাহলে রকেট লেনদেন হিস্টোরি দেখার নিয়ম জেনে নিন-
আরো পড়ুনঃ রকেট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম.
রকেট লেনদেন হিস্টোরি দেখার নিয়ম - Rocket Mini Statement Check
রকেট লেনদেন হিস্টরি দেখার নিয়ম অনেক সহজ। আপনারা রকেট লেনদেন হিস্টরি দেখার পদ্ধতি জানার মাধ্যমে খুব সহজে আপনাদের রকেট একাউন্ট থেকে করা লেনদেন তথ্য জানতে পারবেন। সাধারণত রকেট লেনদেন হিস্টরি দুইটির মাধ্যমে দেখা যায়।
মাধ্যম দুইটি হচ্ছে-
- রকেট অ্যাপের মাধ্যমে
- রকেট মেনু কোড ডায়াল করে
আপনার রকেট অ্যাপ এবং রকেট মেনু কোড ডায়াল করার মাধ্যমে রকেট একাউন্টের লেনদেন হিস্টোরি দেখতে পারবেন। তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য দুইটি পদ্ধতিতেই রকেট লেনদেন তালিকা দেখার নিয়ম জানাবো। তাহলে এবার রকেট অ্যাপ এবং রকেট কোড ডায়াল করে রকেট একাউন্টের লেনদেন হিস্টোরি বের করার নিয়ম জেনে নিন-
আরো পড়ুনঃ রকেট পিন ভুলে গেলে করণীয়.
রকেট অ্যাপের মাধ্যমে লেনদেন হিস্টোরি দেখার নিয়মঃ
রকেট অ্যাপের মাধ্যমে খুব সহজেই লেনদেন হিস্টরি দেখা যায়। আপনারা রকেট ব্যবহার করার মাধ্যমে আপনাদের রকেট একাউন্ট থেকে যতগুলো লেনদেন করেছেন তার সকল তথ্য জানতে পারবেন। এই কাজের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
রকেট অ্যাপের লেনদেন হিস্টোরি দেখতে চাইলে আপনার মোবাইলে রকেট অ্যাপ থাকতে হবে। যদি আপনার মোবাইলে রকেট অ্যাপ থাকে তাহলে তো ভালোই আর যদি না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে Rocket লিখে সার্চ করে অথবা Rocket App এই লিংকে প্রবেশ করে সরাসরি রকেট অ্যাপ ইন্সটল করে নিবেন। অতঃপর রকেট অ্যাপ ওপেন করবেন-
রকেট এপ ওপেন করার পরে নিচের স্ক্রিনশটএর মতো আপনার রকেট একাউন্টের নাম্বার এবং পিন দিয়ে রকেট অ্যাপে লগইন করতে হবে-
রকেট অ্যাপে পরিবেশ করার পর নিচের স্ক্রিনশট দেখানো রকেটের মেনু আইকনে ক্লিক করতে হবে-
এবার আপনারা নিচের স্ক্রিনশট দেখানো Mini Statement নামে একটি অপশন দেখতে পারবেন। রকেট একাউন্টের লেনদেন হিস্টরি দেখার জন্য আমাদেরকে এই মিনি স্টেটমেন্ট অপশনে প্রবেশ করতে হবে-
মিনি স্টেটমেন্ট পেজে প্রবেশ করার পর নিজের স্ক্রিনশট এর মতো আপনার রকেট একাউন্ট থেকে করা সকল লেনদেন তালিকা দেখতে পারবেন। এখানে আপনি কত তারিখে কত টাকা লেনদেন করেছেন সকল তথ্য দেখাবে। অর্থাৎ রকেট একাউন্ট থেকে করা যাবতীয় কাজের তালিকা এখানে রয়েছে-
এই ছিলো রকেট অ্যাপের মাধ্যমে রকেট একাউন্ট থেকে লেনদেন স্টোরি দেখার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী রকেট অ্যাপ ব্যবহার করে আপনার রকেট একাউন্ট থেকে করা সকল লেনদেন তালিকা বের করে দেখতে পারবেন। এবার আপনারা কোড ডায়াল করে রকেট লেনদেন হিস্টরি দেখার নিয়ম জেনে নিন-
আরো পড়ুনঃ রকেট একাউন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম.
কোড ডায়াল করে রকেট লেনদেন করার তালিকা বের করার উপায়ঃ
রকেট একাউন্টের লেনদেন তালিকা বের করার অন্যতম একটি পদ্ধতি হচ্ছে কোড ডায়াল করা। কারণ যদি আপনার মোবাইলে রকেট অ্যাপ না থাকে অথবা আপনি বাটন মোবাইল ব্যবহার করেন তারপরেও কোড ডায়াল করার মাধ্যমে রকেট একাউন্টের লেনদেন হিস্টরি বের করতে পারবেন। এই কাজের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
প্রথমে আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে *322# লিখে আপনার রকেট একাউন্টের নাম্বারে ডায়াল করবেন-
এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো অনেকগুলো অপশন দেখতে পারবেন। তবে এই অপশনগুলোর মধ্য থেকে আমাদেরকে My Acc অপশনে প্রবেশ করতে হবে। My Acc অপশন 5 নম্বরে থাকায় 5 লিখে Send করতে হবে-
এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো Statement নামে একটি অপশন দেখতে পারবেন। রকেট লেনদেন history দেখার জন্য আমাদেরকে এই Statement অপশনে প্রবেশ করতে হবে। স্টেটমেন্ট অপশন 2 নাম্বারে থাকায় 2 লিখে Send করতে হবে-
এবার আপনারা পিন দেয়ার বক্স দেখতে পারবেন। এখানে আপনার রকেট একাউন্টের চার সংখ্যার পিন দিয়ে Send করতে হবে-
এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো Successful পেজ দেখতে পারবেন। অতঃপর কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে একটি এসএমএস আসবে। আপনারা এখান থেকে কেটে দিবেন-
কিছুক্ষণের মধ্যেই আপনারা নিচের স্ক্রিনশটএর মতো আপনার মোবাইলে একটি এসএমএস দেখতে পারবেন যেখানে আপনার রকেট একাউন্টের লেনদেন হিস্টরি রয়েছে। অর্থাৎ আপনার রকেট একাউন্টের লেনদেন হিস্টরি এসএমএসের মাধ্যমে জানাবে-
কোড ডায়াল করে রকেট লেনদেন হিস্টরি দেখার এই ছিলো পদ্ধতি। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *322# কোড ডায়াল করার মাধ্যমে আপনার রকেট একাউন্ট থেকে করা লেনদেন তালিকা খুব সহজেই দেখতে পারবেন।
এই ছিলো রকেট লেনদেন হিস্টরি দেখার নিয়ম। এখানে রকেট অ্যাপ এবং কোড ডায়াল করে রকেট একাউন্টের লেনদেন হিস্টরি দেখার নিয়ম দেখানো হয়েছে। আপনাদের যে পদ্ধতি ভালো লাগে সেই পদ্ধতি অনুযায়ী খুব সহজেই রকেট একাউন্টের লেনদেন হিস্টোরি বের করে দেখতে পারবেন।
আরো পড়ুনঃ রকেট একাউন্ট দেখার নিয়ম.
পরিশেষে বলতে চাচ্ছিঃ
রকেট লেনদেন হিস্টোরি দেখার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা Rocket Mini Statement Check সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।
লাস্ট কত দিন এর ট্রান্সলেশন হিস্ট্রি দেখা যায়
নির্দিষ্ট সময় উল্লেখ করা নেই.. আপনি সর্বোচ্চ ২০ টি ট্রানজেকশন হিস্টোরি দেখতে পারবেন..
রকেটে সারা বছরের লেনদেন দেখার নিয়ম