গ্রামীণফোন (জিপি) সিমে ৫০০ এসএমএস কেনার উপায় ও কোড জেনে নিন
অনেক সময় আমাদেরকে এসএমএস পাঠানোর প্রয়োজন হয়ে থাকে। গ্রামীণফোন গ্রাহকরা অল্প খরচেই ৫০০ এসএমএস প্যাক কেনার মাধ্যমে যেকোনো নাম্বারে এসএমএস আদান প্রদান করতে পারে। তবে অনেকেই রয়েছেন যারা গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার উপায় জানেনা।
যদি আপনি গ্রামীণফোন (জিপি) সিমে ৫০০ এসএমএস কেনার নিয়ম না জানেন তাহলে এই পোস্ট আপনার জন্য। কারণ এই পোস্টে আমি "কিভাবে গ্রামীণফোন সিমে 500 এসএমএস কিনতে হয়" তার পদ্ধতি দেখাবো। আপনারা গ্রামীন সিমে ৫০০ এসএমএস কেনার কোড এবং উপায় জানতে পারবেন।
গ্রামীণফোন এসএমএস সার্ভিস সুবিধাঃ
মোবাইলে একটি নাম্বার থেকে আরেকটি নাম্বারে কিছু লিখে পাঠানোকে এসএমএস বলা হয়ে থাকে। মোবাইল এসএমএস সম্পর্কে আমরা সকলেই কমবেশি পরিচিত। গ্রামীণফোন এসএমএস সার্ভিসের সুবিধা হচ্ছে আমরা এসএমএস পাঠানোর মাধ্যমে অন্যের কাছে মনের অনুভূতি জানাতে পারি। এছাড়াও ছোট ছোট লিখা এবং কথা এসএমএস এর মাধ্যমে খুব সহজেই অন্যকে বলা যায়।
অনেক সময় আমরা ব্যস্ত থাকার কারণে কাউকে কল করতে পারি না। সেই সময় প্রয়োজনীয় কথা এসএমএস পাঠানোর মাধ্যমে অন্যকে জানিয়ে দিতে পারি। অথবা মাঝেমধ্যে অনেকের এমন অবস্থা হয় যে কাউকে কল করার মত অবস্থা থাকে না। ঠিক সেই সময় আমরা কাউকে কল না করেও শুধুমাত্র এসএমএস পাঠিয়ে অন্যকে তথ্য পাঠাতে পারি। এই ছিলো গ্রামীণফোন এসএমএস এর সুবিধা।
গ্রামীণফোন (জিপি) সিমে ৫০০ এসএমএস প্যাকঃ
গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য ৫০০ এসএমএস প্যাক নিয়ে এসেছে। গ্রামীণফোন গ্রাহকরা তাদের জিপি নাম্বারে ৫০০ এসএমএস প্যাকেজ তিনদিন, সাতদিন, 15 দিন এবং একমাস মেয়াদের কিনতে পারবে।
সাধারণত আপনি যতদিন মেয়াদের গ্রামীণফোন ৫০০ এসএমএস প্যাকেজ কিনবেন ঠিক সেরকম চার্জ কাটবে। অর্থাৎ মেয়াদ কম হলে অল্প টাকা কাটবে এবং মেয়াদ বেশি হলে বেশি টাকা কাটবে। তাহলে এবার গ্রামীণফোন ৫০০ এসএমএস কেনার নিয়ম দেখে নিন-
আরো পড়ুনঃ গ্রামীণফোন ২৫ এসএমএস কোড.
গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার উপায়ঃ
গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার উপায় অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের জিপি সিমে 500 এসএমএস প্যাকেজ ৩ দিন, ৭ দিন, ১৫ দিন এবং একমাস মেয়াদের জন্য কিনতে পারবেন। সাধারণত গ্রামীন সিমে ৫০০ এসএমএস কেনার দুইটি উপায় রয়েছে। জিপি সিমে ৫০০ এসএমএস প্যাকেজ কেনার দুইটি পদ্ধতি হচ্ছে-
- মাই জিপি অ্যাপের মাধ্যমে
- গ্রামীণফোন ওয়েবসাইট থেকে
আপনারা উক্ত দুটি মাধ্যমে অর্থাৎ মাই জিপি অ্যাপ এবং গ্রামীণফোন ওয়েবসাইট থেকে জিপি সিমে ৫০০ এসএমএস প্যাকেজ কিনতে পারবেন। নিম্নে আমি মাই জিপি অ্যাপ এবং গ্রামীণফোন ওয়েবসাইট থেকে গ্রামীণফোন ৫০০ এসএমএস কেনার পদ্ধতি দেখাচ্ছি। তাহলে এবার মাই জিপি অ্যাপ এবং গ্রামীণফোন ওয়েবসাইট থেকে গ্রামীণফোন ৫০০ এসএমএস কেনার নিয়ম দেখে নিন-
মাই জিপি অ্যাপ দিয়ে গ্রামীন সিমে ৫০০ এসএমএস কেনার নিয়মঃ
মাই জিপি অ্যাপ দিয়ে জিপি নাম্বারে ৫০০ এসএমএস কেনার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের মাই জিপি অ্যাপের মাধ্যমে গ্রামীণফোন নাম্বারে ৫০০ এসএমএস কিনতে পারবেন। এর জন্য আপনার মোবাইলে মাই জিপি অ্যাপ থাকতে হবে।
আপনারা প্লে স্টোর থেকে নিচের স্ক্রিনশট দেখানো My Gp App লিখে সার্চ করে আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন। অথবা My Gp app এই লিংকে প্রবেশ করে সরাসরি প্লে স্টোর থেকে ইন্সটল করবেন। অতঃপর এই অ্যাপ ওপেন করবেন-
মাই জিপি অ্যাপ ওপেন করার পর আপনি যে গ্রামীণফোন নাম্বারে ৫০০ এসএমএস নিতে চাচ্ছেন সেই গ্রামীণফোন নাম্বার দিয়ে লগইন করবেন। এর জন্য আপনার গ্রামীণফোন নাম্বার দিবেন। অতঃপর আপনার গ্রামীণফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে।
সেই ওটিপি কোড দিলেই আপনারা নিচের স্ক্রিনশটএর মতো My Gp অ্যাপে প্রবেশ করতে পারবেন। অতঃপর আপনারা নিচের স্ক্রিনশট দেখানো মাই জিপি অ্যাপের Menu অপশনে ক্লিক করবেন-
মেনু অপশনে ক্লিক করার পর নিচের স্ক্রিনশটএর মতো Flexiplan নামে একটি অপশন দেখতে পারবেন। গ্রামীণফোন ৫০০ এসএমএস কেনার জন্য আমাদেরকে এই ফ্লেক্সিপ্লান পেজে প্রবেশ করতে হবে-
এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো ফ্লেক্সিপ্লান পেজ দেখতে পারবেন। এখানে প্রথম অপশন রয়েছে Validity অর্থাৎ মেয়াদ। আপনি যতদিন মেয়াদের ৫০০ এসএমএস প্যাক কিনতে চাচ্ছেন ততদিন মেয়াদ সিলেক্ট করবেন।
আমি আপনাদের দেখানোর জন্য ৩০ দিন মেয়াদের সিলেক্ট করলাম। অতঃপর ইন্টারনেট এবং মিনিট অপশনগুলো জিরো করে রাখবেন। কারণ যেহেতু আমরা শুধুমাত্র এসএমএস কিনবো তাই মিনিট এবং ইন্টারনেট অপশনগুলো জিরো রাখতে হবে-
অতঃপর আপনারা গ্রামীন সিমে যত এসএমএস কিনতে চাচ্ছেন ততো এসএমএস সিলেক্ট করবেন। যেহেতু আমরা জিপি সিমে ৫০০ এসএমএস কিনবো তাই ৫০০ অপশন সিলেক্ট করলাম।
৫০০ এসএমএস সিলেক্ট করার পর সবার নিচে ৫০০ এসএমএস ৩০ দিন মেয়াদের মূল্য জানতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে নিচের স্ক্রিনশট দেখানো আইকনে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবেন-
এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো Recharge and buy নামে একটি অপশন দেখতে পারবেন। যদি আপনার গ্রামীন সিমে এসএমএস কেনার পর্যাপ্ত টাকা না থাকে তাহলে এরকম দেখাবে। আপনারা এখানে ক্লিক করে সরাসরি গ্রামীন সিমে রিচার্জ করার মাধ্যমে জিপি ৫০০ এসএমএস প্যাক কিনতে পারবেন।
আর যদি আপনার জিপি সিমে আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে তাহলে এখানে ক্লিক করে সরাসরি আপনার জিপি নাম্বারে একটি কোড যাবে। সেই কোড দিলেই মাই জিপি অ্যাপ থেকে ৫০০ এসএমএস ৩০ দিন মেয়াদে কিনতে পারবেন।
এই ছিলো মাই জিপি অ্যাপ দিয়ে গ্রামীন সিমে 500 এসএমএস কেনার উপায়। যখন আপনারা উপরীউক্ত নিয়মে মাই জিপি অ্যাপ দিয়ে আপনাদের গ্রামীণফোন সিমে ৫০০ এসএমএস কিনবেন তখন আপনার মোবাইলে একটি কনফার্মেশন এসএমএস আসবে।
সেই এসএমএসে ৫০০ এসএমএস কেনার কথা এবং এসএমএস চেক করার কোড এবং মেয়াদ বলে দিবে। এবার তাহলে গ্রামীণফোন ওয়েবসাইট থেকে গ্রামীন সিমে ৫০০ এসএমএস কেনার নিয়ম দেখে নিন-
গ্রামীণফোন ওয়েবসাইট থেকে গ্রামীন সিমে ৫০০ এসএমএস কেনার নিয়মঃ
সরাসরি গ্রামীণফোন ওয়েবসাইট থেকে গ্রামীন সিমে ৫০০ এসএমএস কেনা যায়। গ্রামীণফোন গ্রাহকরা চাইলে গ্রামীণফোন ওয়েবসাইট থেকে ৫০০ এসএমএস প্যাক কিনতে পারবে। এর জন্য প্রথমে 500 Sms এই লিংকে প্রবেশ করতে হবে। অতঃপর নিচের স্ক্রিনশটএর মতো প্রথম অপশন রয়েছে Validity অর্থাৎ মেয়াদ।
আপনি যতদিন মেয়াদের ৫০০ এসএমএস প্যাক কিনতে চাচ্ছেন ততদিন মেয়াদ সিলেক্ট করবেন। আমি আপনাদের দেখানোর জন্য ৩০ দিন মেয়েদের সিলেক্ট করলাম। অতঃপর ইন্টারনেট এবং মিনিট অপশনগুলো জিরো করে রাখবেন। কারণ যেহেতু আমরা শুধুমাত্র এসএমএস কিনবো তাই মিনিট এবং ইন্টারনেট অপশনগুলো জিরো রাখতে হবে-
অতঃপর আপনারা গ্রামীন সিমে যত এসএমএস কিনতে চাচ্ছেন ততো এসএমএস সিলেক্ট করবেন। যেহেতু আমরা জিপি সিমে ৫০০ এসএমএস কিনবো তাই ৫০০ অপশন সিলেক্ট করলাম।
৫০০ এসএমএস সিলেক্ট করার পর সবার নিচে ৫০০ এসএমএস ৩০ দিন মেয়াদের মূল্য জানতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে নিচের স্ক্রিনশট দেখানো Buy অপশনে ক্লিক করতে হবে-
এবার আপনারা পেমেন্ট করার জন্য নিচের স্ক্রিনশটএর মতো দুইটা অপশন দেখতে পারবেন। এখানে দুইটা অপশনের বিবরণ হচ্ছে-
Mobile Balance - এই অপশন সিলেক্ট করলে আপনার মোবাইল ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে ৫০০ এসএমএস দিবে।
Bkash/Card/Others - আপনার গ্রামীন সিমে যদি টাকা না থাকে তাহলে এই অপশন সিলেক্ট করে বিকাশ অথবা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করে এসএমএস কিনতে পারবেন।
তবে সব থেকে ভালো হয় আপনি আগে আপনার গ্রামীন নাম্বারে টাকা রিচার্জ করে নিবেন। অতঃপর নিচের স্ক্রিনশট দেখানো মোবাইল ব্যালেন্স অপশন সিলেক্ট করে আপনি যে গ্রামীন নাম্বারে ৫০০ এসএমএস নিতে চাচ্ছেন সেই গ্রামীন নাম্বার দিয়ে Continue অপশনে ক্লিক করবেন-
অতঃপর আপনার গ্রামীণফোন নাম্বারে একটি পিন চলে যাবে। সেই পিন কোড স্ক্রিনশট দেখানো বক্সে দিয়ে Continue অপশনে ক্লিক করে আপনার গ্রামীন নাম্বারে ৫০০ এসএমএস কিনতে পারবেন-
এই ছিলো গ্রামীণফোন ওয়েবসাইট থেকে গ্রামীন সিমে 500 এসএমএস কেনার উপায়। যখন আপনারা উপরীউক্ত নিয়মে গ্রামীণফোন ওয়েবসাইট দিয়ে আপনাদের গ্রামীণফোন সিমে ৫০০ এসএমএস কিনবেন তখন আপনার মোবাইলে একটি কনফার্মেশন এসএমএস আসবে।
সেই এসএমএসে ৫০০ এসএমএস কেনার কথা এবং এসএমএস চেক করার কোড এবং মেয়াদ বলে দিবে। এবার তাহলে গ্রামীণফোন (জিপি) নাম্বারে ৫০০ এসএমএস কেনার কোড জেনে নিন-
গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার কোডঃ
গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার কোড নেই। জিপি গ্রাহকরা কোড ডায়াল করার মাধ্যমে ৫০০ এসএমএস কিনতে পারবেনা। আপনারা গুগলে অনেক ওয়েবসাইট দেখতে পারবেন যেগুলো ওয়েবসাইট জিপি ৫০০ এসএমএস কেনার কোড দিয়েছে। কিন্তু সেই কোডগুলো সম্পূর্ণ ভুল।
তাছাড়া সেই ভুল কোড ডায়াল করলে অন্যান্য সার্ভিস চালু হতে পারে। কারণ গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য ৫০০ এসএমএস কেনার কোড রাখেনি। তবে চিন্তার কোনো কারণ নেই। কারণ আপনারা উপরিউক্ত নিয়মে মাই জিপি অ্যাপ অথবা গ্রামীণফোন ওয়েবসাইট থেকে সরাসরি ৫০০ এসএমএস কিনতে পারবেন।
এই ছিলো গ্রামীণফোন সিমে ৫০০ এসএমএস কেনার পদ্ধতি। এই পোস্টে গ্রামীন সিমে 500 এসএমএস কেনার দুইটি পদ্ধতি দেখানো হয়েছে। আপনারা উপরে দেখানো মাই জিপি অ্যাপ এবং সরাসরি গ্রামীণফোন ওয়েবসাইট থেকে আপনাদের জিপি নাম্বারে ৫০০ এসএমএস প্যাকেজ ৩ দিন, ৭ দিন, ১৫ দিন এবং একমাস মেয়াদের জন্য কিনতে পারবেন।
পরিশেষে বলতে চাচ্ছিঃ
গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার উপায় নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা গ্রামীণফোন ৫০০ এসএমএস কেনার নিয়ম সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।