সহজেই বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম জেনে নিন (দুইটি পদ্ধতিতে)
প্রাথমিক শিক্ষার উপবৃত্তির টাকা যেকোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নেয়া যায়। অনেকেই উপবৃত্তির টাকা নেয়ার জন্য বিকাশ একাউন্ট ব্যবহার করে থাকে। পরবর্তীতে বিকাশ একাউন্টে উপবৃত্তির টাকা আসলে আমরা বিকাশ ব্যালেন্স চেক করার মাধ্যমে জানতে পারি। তবে অনেকের রয়েছেন যারা বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম জানেনা।
যদি আপনি বিকাশে উপবৃত্তি টাকা দেখার উপায় না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই টিউটোরিয়ালে আমি "কিভাবে বিকাশে উপবৃত্তির টাকা দেখতে হয়" তার পদ্ধতি দেখাবো। আপনারা বিকাশে উপবৃত্তির টাকা দেখার দুইটি পদ্ধতি জানার মাধ্যমে খুব সহজেই বিকাশে উপবৃত্তির টাকা দেখতে পারবেন।
বিকাশে উপবৃত্তির টাকা দেখাঃ
বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী প্রাথমিক শিক্ষার উপবৃত্তির টাকা অভিভাবকের পছন্দ অনুযায়ী যেকোনো সক্রিয় মোবাইল একাউন্টে বিতরণ করা হয়। শিক্ষার্থীরা যে কোন মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করার মাধ্যমে তাদের উপবৃত্তির টাকা মোবাইলে নিতে পারবে। এই টাকা মোবাইলে নেওয়ার জন্য অনেকেই বিকাশ, নগদ একাউন্ট সহো অন্যান্য মোবাইল ব্যাংকিং একাউন্ট ব্যবহার করে থাকে।
তবে বর্তমান সময়ে বিকাশ একাউন্ট সবথেকে জনপ্রিয় হওয়ায় অনেকেই তাদের উপবৃত্তির টাকা বিকাশে নিয়ে থাকে। উপবৃত্তির টাকা পাওয়ার জন্য বিকাশ নাম্বার দেয়া হলে নির্দিষ্ট সময়ের পরে আমাদের বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিয়ে থাকে। অতঃপর আমরা এসএমএস অথবা বিকাশ ব্যালেন্স চেক করার মাধ্যমে আমাদের উপবৃত্তির টাকা জানতে পারি।
বিকাশে উপবৃত্তির টাকা চেক করার কারনঃ
সাধারণত যখন আমাদের বিকাশ নাম্বারে উপবৃত্তির টাকা আসে তখন আমরা একটি এসএমএস পাই। সেই এসএমএসে আমাদের উপবৃত্তির টাকা সম্পর্কিত তথ্য দেয়া থাকে। অর্থাৎ আমাদের বিকাশ নাম্বারে উপবৃত্তির কত টাকা পাঠিয়েছে সেই এসএমএস পড়ার মাধ্যমে আমরা জানতে পারি।
তবে অনেক সময় আমরা এসএমএস নাও পেতে পারি। অথবা হতে পারে আপনার মোবাইলে অনেক এসএমএস থাকায় উপবৃত্তির টাকা পাঠানোর এসএমএস হারিয়ে গিয়েছে। এই অবস্থায় আপনাকে বিকাশে উপবৃত্তি টাকা চেক করতে হবে।
বিকাশে উপবৃত্তির টাকা দেখার মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের বিকাশ একাউন্টে টাকা পাঠানো হয়েছে কিনা। এছাড়ও বিকাশে উপবৃত্তির কত টাকা পাঠিয়েছে সেটাও জানতে পারবো। এবার তাহলে বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম জেনে নিন-
আরো পড়ুনঃ বিকাশে উপবৃত্তির টাকা তোলার নিয়ম.
বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়মঃ
বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের বিকাশ অ্যাকাউন্টে থাকা উপবৃত্তির টাকা দেখতে পারবেন। বিকাশে উপবৃত্তির টাকা দেখার দুইটি নিয়ম রয়েছে। বিকাশ একাউন্টের উপবৃত্তির টাকা চেক করার যে দুইটি নিয়ম রয়েছে তা হচ্ছে-
- কোড ডায়াল করে..
- বিকাশ অ্যাপের মাধ্যমে..
আপনারা উপরের দুইটি নিয়মে খুব সহজেই আপনাদের বিকাশে উপবৃত্তির টাকা দেখতে পারবেন। অনেকের এনড্রয়েড মোবাইল নেই। তো যাদের অ্যান্ড্রয়েড মোবাইল নেই তারা বিকাশ এপ্লিকেশন ব্যবহার করে বিকাশে উপবৃত্তির টাকা দেখতে পারবেন না।
আপনার যদি এন্ড্রয়েড মোবাইল না থাকে এবং বিকাশ অ্যাপ ব্যবহার করতে না পারেন তবুও বিকাশে উপবৃত্তির টাকা দেখতে কোনো ঝামেলা হবেনা। কারণ আপনারা কোড ডায়াল করার মাধ্যমে খুব সহজেই আপনাদের বিকাশ একাউন্টের উপবৃত্তি টাকা দেখতে পারবেন।
তবে আমি আপনাদেরকে বুঝানোর সুবিধার্থে বিকাশে উপবৃত্তির টাকা দেখার সকল নিয়ম দেখাবো। আপনারা এই টিউটরিয়াল থেকে কোড ডায়াল অথবা বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজেই বিকাশে উপবৃত্তির টাকা চেক করতে পারবেন।
বিকাশে উপবৃত্তির টাকা টাকা দেখার কোডঃ
বিকাশে উপবৃত্তির টাকা টাকা দেখার কোড হচ্ছে - *247# আপনারা *247# কোড ডায়াল করার মাধ্যমে আপনাদের বিকাশ একাউন্টের উপবৃত্তির টাকা দেখতে পারবেন। এবার তাহলে স্ক্রিনশট সহো কোড ডায়াল করার মাধ্যমে বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম জেনে নিন-
কোড ডায়াল করে বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়মঃ
বিকাশ উপবৃত্তির টাকা চেক করতে কোড ডায়াল করাই যথেষ্ট। আপনারা বাটন অথবা এন্ড্রয়েড মোবাইলে কোড ডায়াল করার মাধ্যমে খুব সহজেই বিকাশে উপবৃত্তির টাকা দেখতে পারবেন। যদি আপনার মোবাইলে বিকাশ অ্যাপ্লিকেশন না থাকে তাহলে কোড ডায়াল করা হচ্ছে বেস্ট অপশন। কোড ডায়াল করে বিকাশে উপবৃত্তির টাকা দেখতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
প্রথমে আপনাকে আপনার মোবাইলের ডায়াল অপশনে প্রবেশ করে *247# কোড ডায়াল করতে হবে। তবে এই কোড আপনি সেই সিমে ডায়াল করবেন যে সিমে আপনার বিকাশ একাউন্ট খোলা রয়েছে-
এবার আপনারা নিচের স্ক্রীনশটএর মতো অনেকগুলো অপশন দেখতে পারবেন। বিকাশে উপবৃত্তির টাকা দেখার জন্য আপনারা নিচের স্ক্রিনসট দেখানো My Bkash অপশনে প্রবেশ করবেন-
মাই বিকাশ অপশনে প্রবেশ করার পর নিচের স্ক্রীনশটএর মতো Check Balance নামে আরেকটি অপশন দেখতে পারবেন। তো আপনারা চেক ব্যলেন্স অপশন সিলেক্ট করে Send অপশনে ক্লিক করবেন-
এবার আপনার কাছে আপনার বিকাশ একাউন্টের পাসওয়ার্ড চাইবে। আপনি আপনার বিকাশ একাউন্টের পাসওয়ার্ড দিয়ে Send অপশনে ক্লিক করবেন-
বিকাশ একাউন্টের পাসওয়ার্ড দিয়ে সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথেই নিচের স্ক্রীনশটএর মতো আপনার বিকাশ একাউন্টে উপবৃত্তির টাকা দেখতে পারবেন-
এই ছিলো কোড ডায়াল করার মাধ্যমে বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী সরাসরি কোড ডায়াল করার মাধ্যমে আপনাদের বিকাশ একাউন্টে থাকা উপবৃত্তির টাকা দেখতে পারবেন। এবার আপনারা বিকাশ অ্যাপের মাধ্যমে বিকাশ উপবৃত্তির টাকা দেখার নিয়ম জেনে নিন-
বিকাশ অ্যাপের মাধ্যমে উপবৃত্তির টাকা দেখার নিয়মঃ
এতক্ষণ আমি আপনাদেরকে কোড ডায়াল করার মাধ্যমে বিকাশ উপবৃত্তির টাকা দেখার নিয়ম দেখালাম। যদি আপনার মোবাইলে বিকাশ অ্যাপ্লিকেশন থাকে তাহলে কোড ডায়াল না করেও খুব সহজেই বিকাশ উপবৃত্তির টাকা চেক করতে পারবেন। বিকাশ অ্যাপ এর মাধ্যমে খুব সহজেই বিকাশ উপবৃত্তির টাকা দেখা যায়।
যদি আপনার মোবাইলে বিকাশ অ্যাপ্লিকেশন না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইন্সটল করে নিবেন। বিকাশ অ্যাপের মাধ্যমে উপবৃত্তির টাকা চেক করা ছাড়াও সকল ধরনের সুবিধা পাবেন। তাই বিকাশ একাউন্ট পরিচালনা করতে প্লে স্টোর থেকে বিকাশ এপ্লিকেশন আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন।
বিকাশ অ্যাপ্লিকেশন মোবাইলে ইন্সটল করার পর বিকাশ অ্যাপ ওপেন করুন। বিকাশ অ্যাপ ওপেন করার পর আপনার বিকাশ একাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন-
বিকাশ একাউন্টে লগইন করার পর আপনার বিকাশ একাউন্ট নিচের স্ক্রীনশটএর মতো দেখতে পারবেন। বিকাশ উপবৃত্তির টাকা দেখার জন্য আপনাকে নিচের স্ক্রিনশট দেখানো আইকনে ক্লিক করতে হবে।
নিচের স্ক্রীনশট লক্ষ্য করলে দেখতে পারবেন যে ব্যালেন্স দেখুন নামে একটি অপশন রয়েছে। আপনারা এই অপশনে ক্লিক করা মাত্র আপনাদের বিকাশে উপবৃত্তির টাকা দেখতে পারবেন-
ব্যালেন্স দেখুন অপশনে ক্লিক করা মাত্রই আপনার বিকাশে থাকা টাকার পরিমাণ দেখাবে-
এই ছিলো বিকাশ অ্যাপের মাধ্যমে বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনার বিকাশ একাউন্টে থাকা উপবৃত্তির টাকা দেখতে পারবেন। এই পোস্টে আমি বিকাশে উপবৃত্তির টাকা দেখার দুইটি পদ্ধতি দেখিয়েছি। আপনারা উপরে দেখানো দুইটি পদ্ধতি অনুযায়ী খুব সহজেই বিকাশে টাকা দেখতে পারবেন।
বিঃদ্রঃ বিকাশ উপবৃত্তির টাকা দেখতে গিয়ে যখন আপনার বিকাশ একাউন্টে লগইন করবেন তখন তিনবারের বেশি ভুল পাসওয়ার্ড দিবেন না। ভুল পাসওয়ার্ড দিলে আপনার বিকাশ অ্যাকাউন্ট লক হয়ে যাবে এবং কাস্টমার কেয়ারে কথা বলে সেই অ্যাকাউন্ট আনলক করতে হবে। তাই সাবধানে আপনার বিকাশ একাউন্টে লগইন করে বিকাশের যাবতীয় কাজ করবেন।
পরিশেষে বলতে চাচ্ছিঃ
বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা বিকাশে উপবৃত্তির টাকা চেক করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।