বিকাশ একাউন্ট কার নামে আছে, বিকাশ কোন আইডি দিয়ে খোলা সহজেই দেখুন

অনেকেই রয়েছেন যারা তাদের বিকাশ একাউন্ট কার নামে আছে জানেনা। বিকাশ কোন আইডি দিয়ে খোলা জানার মাধ্যমে বিকাশ একাউন্টের মালিকের নাম জানা যায়। তবে অনেকেই রয়েছেন বিকাশ একাউন্ট কার নামে আছে বের করার নিয়ম জানেনা। যদি আপনি বিকাশ কোন আইডি দিয়ে খোলা বের করার পদ্ধতি না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। 


কারণ এই টিউটোরিয়ালে আমি বিকাশ কোন আইডি দিয়ে খোলা বের করার পদ্ধতি দেখাবো। আপনারা খুব সহজেই বিকাশ নাম্বার দিয়ে সেই বিকাশ একাউন্ট এর মালিকের নাম বের করতে পারবেন। তাহলে এবার বিকাশ একাউন্ট কার নামে আছে এবং বিকাশ কোন আইডি দিয়ে খোলা জানতে বিস্তারিত জেনে নিন- 


বিকাশ একাউন্ট কার নামে আছে
বিকাশ একাউন্ট কার নামে আছে


বিকাশ একাউন্ট কার নামে আছে জানার কারণ ও সুবিধাঃ

সাধারণত যখন বিকাশ নতুন একাউন্টের জন্য বিভিন্ন অফার দেয় তখন আমরা বিকাশ নতুন একাউন্ট খুলে থাকি। বিকাশ একাউন্ট খোলার জন্য যদি আমাদের এনআইডি কার্ড না থাকে তাহলে আমরা অন্যের এনআইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খুলে থাকি। পরবর্তীতে আমাদের মনে থাকেনা যে আমরা কার এনআইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খুলেছিলাম। 


যদি সেই বিকাশ একাউন্ট পার্সোনাল হয় এবং সেই বিকাশ একাউন্ট দিয়ে আমরা বিভিন্ন লেনদেনসহ গুরুত্বপূর্ণ কাজ করে থাকি তাহলে অবশ্যই সেই বিকাশ একাউন্টের মালিকের নাম জানার প্রয়োজন হয়ে থাকে। কারণ যদি আমাদের বিকাশ একাউন্টের কোন সমস্যা হয় তাহলে সেই সমস্যার সমাধান করার জন্য অবশ্যই বিকাশ একাউন্টের মালিকের প্রয়োজন হবে। 


অর্থাৎ বিকাশ একাউন্টের যাবতীয় সমস্যা সমাধানে সেই বিকাশ একাউন্ট যার জাতীয় পত্র দিয়ে খোলা হয়েছে তাকে অবশ্যই লাগবে। যদি আপনি বিকাশ একাউন্ট এর মালিক না হন অর্থাৎ আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে বিকাশ একাউন্ট খোলা না হয় তাহলে সেই বিকাশ একাউন্টের সমস্যা হলেও সেই সমস্যার সমাধান করতে পারবেন না। 


এছাড়াও আপনার বিকাশ একাউন্ট যার এনআইডি কার্ড দিয়ে খোলা সেই ব্যক্তি চাইলেই আপনার বিকাশ একাউন্ট বন্ধ করে দিতে পারবে। এই কারণে যদি আপনার বিকাশ একাউন্ট অন্যের এনআইডি কার্ড দিয়ে খোলা হয় তাহলে অবশ্যই সেই এনআইডি কার্ড এর মালিককে খুঁজে বের করে বিকাশ একাউন্টের মালিকানা পরিবর্তন করে নেবেন। এতে পরবর্তীতে যে কোন সমস্যা হলে আপনি নিজেই খুব সহজেই সমাধান করতে পারবেন। 


এছাড়াও অনেক সময় বিকাশ প্রতারককে ধরার জন্য বিকাশ একাউন্টের মালিকের নাম জানার প্রয়োজন হয়ে থাকে। অনেকেই রয়েছেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে কোন পণ্য দেয়ার নাম করে প্রথমে বিকাশ একাউন্ট নাম্বার দিয়ে টাকা নিয়ে থাকে। পরবর্তীতে সেই বিকাশ একাউন্টে টাকা পাঠিয়ে দিলে সেই ব্যক্তি প্রতারণা করে পণ্য পাঠিয়ে দেয় না। 


তখন আমরা সেই বিকাশ একাউন্টের নাম্বার দিয়ে সেই বিকাশ একাউন্টের মালিকের পরিচয় জানতে চাই। এরপর আমাদের সেই বিকাশ নাম্বার দিয়ে মালিকের নাম বের করার প্রয়োজন হয়ে থাকে। তাহলে এবার বিকাশ একাউন্টের মালিকের নাম ও পরিচয় বের করার পদ্ধতি দেখে নিন- 


বিকাশ একাউন্ট কার নামে আছে - বিকাশ কোন আইডি দিয়ে খোলাঃ 

আমাদেরকে অনেক সময় বিকাশ একাউন্ট কার নামে আছে জানার প্রয়োজন হয়। বিকাশ একাউন্ট কার নামে আছে জানার মাধ্যমে বিকাশ কোন আইডি দিয়ে খোলা জানতে পারি। কিন্তু যদি বিকাশ একাউন্ট কার নামে আছে জানার জন্য বিকাশ কাস্টমার কেয়ারে কল করি তখন আমাদেরকে তারা বিকাশ একাউন্ট এর মালিকের পরিচয় দেয় না। 


এই কারণে আমাদেরকে কিছু নিন্জা টেকনিক অবলম্বন করার মাধ্যমে বিকাশ কোন আইডি দিয়ে খোলা জানতে হয়। বিকাশ কোন আইডি দিয়ে খোলা জানার তিনটি পদ্ধতি রয়েছে। যে তিনটি পদ্ধতিতে বিকাশ একাউন্ট কার নামে আছে জানতে পারবেন সেই তিনটি পদ্ধতি হচ্ছে- 


  • ইসলামী ব্যাংক সেলফিন ওয়ালেটের মাধ্যমে 
  •  ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে 

  • ব্যাংক এশিয়া ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে 


উপরিউক্ত তিনটি পদ্ধতিতে বিকাশ একাউন্ট কার নামে রয়েছে জানা যায়। তবে তিনটি পদ্ধতির মধ্যে ইসলামী ব্যাংকের সেলফিন ওয়ালেটের মাধ্যমে বিকাশ একাউন্টের মালিকানা বের করা খুব সহজ। কারণ অন্যান্য ব্যাংক একাউন্ট খোলার জন্য ৫০০ থেকে ১০০০ টাকা প্রয়োজন হলেও ইসলামী ব্যাংকের সেলফিন ওয়ালেট অ্যাকাউন্ট ফ্রিতেই ঘরে বসে খোলা যায়। 


আমরা ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট ঘরে বসে নিজেই খোলার মাধ্যমে বিকাশ একাউন্টের মালিকের পরিচয় বের করতে পারবো। তাহলে এবার সেলফিন ওয়ালেট এবং ব্যাংক একাউন্টের মাধ্যমে বিকাশ একাউন্ট এর মালিকানা বের করার পদ্ধতি দেখে নিন- 


বিকাশ একাউন্ট কার নামে আছে জানার উপায়ঃ 

ইসলামী ব্যাংকের সেলফিন ওয়ালেট এর মাধ্যমে সহজেই বিকাশ একাউন্ট কার নামে আছে জানা যায়। যদি আপনার মোবাইলে সেলফিন ওয়ালেট অ্যাপ না থাকে তাহলে CellFin App এই লিংকে ক্লিক করে অথবা প্লে স্টোর থেকে নিচের স্ক্রিনশট দেখানো সেলফিন অ্যাপ ইন্সটল করে নিবেন। অতঃপর আপনারা সেলফিন অ্যাপ ওপেন করবেন- 


Cellfin app


এবার আপনাকে সেলফিন অ্যাপে লগইন করতে হবে। যদি আপনার সেলফিন একাউন্ট না থাকে তাহলে রেজিস্টার অপশনে ক্লিক করে আপনার এনআইডি কার্ড দিয়ে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন। 


অতঃপর নিচের স্ক্রিনশট দেখানো মোবাইল নাম্বার এর জায়গায় আপনার সেলফিন অ্যাকাউন্টের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এর জায়গায় আপনার সেলফিন অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে Login অপশনে ক্লিক করে সেলফিন ওয়ালেটে প্রবেশ করবেন- 


বিকাশ কোন আইডি দিয়ে খোলা


সেলফিন ওয়ালেটে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটের মতো Found transfer নামে একটি অপশন দেখতে পারবেন। আমাদেরকে এই ফাউন্ড ট্রান্সফার অপশনে প্রবেশ করতে হবে- 


বিকাশ কোন আইডি দিয়ে খোলা


Found transfer অপশনে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটএর মতো Bkash নামে একটি অপশন দেখতে পারবেন। আমাদেরকে এই বিকাশ অপশনে প্রবেশ করতে হবে- 


বিকাশ কোন আইডি দিয়ে খোলা


Bkash অপশনে প্রবেশ করার পর এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো বিকাশ নাম্বার দেয়ার একটি বক্স দেখতে পারবেন। আপনি যে বিকাশ একাউন্ট কার নামে খোলা জানতে চাচ্ছেন সেই বিকাশ একাউন্টের নাম্বার এখানে দিবেন। অতঃপর Next অপশনে ক্লিক করবেন- 


বিকাশ কোন আইডি দিয়ে খোলা


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মত বিকাশ একাউন্টের মালিকের নাম দেখতে পারবেন। অর্থাৎ আপনি যে বিকাশ নাম্বার দিয়েছিলেন সেই বিকাশ একাউন্ট যার আইডি দিয়ে খোলা এখানে তার নাম দেখাচ্ছে- 


বিকাশ কোন আইডি দিয়ে খোলা


এই ছিলো বিকাশ একাউন্ট কার নামে আছে জানার উপায়। আপনারা উপরিউক্ত নিয়মে ইসলামী ব্যাংকের সেলফিন ওয়ালেটের মাধ্যমে বিকাশ একাউন্ট কার নামে রয়েছে জানতে পারবেন। এবার আপনারা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে বিকাশ কার আইডি দিয়ে খোলা জানার পদ্ধতি দেখে নিন- 


বিকাশ কোন আইডি দিয়ে খোলা বের করার নিয়মঃ 

আপনারা চাইলে ব্রাক ব্যাংক একাউন্টের মাধ্যমেও বিকাশ কোন আইডি দিয়ে খোলা জানতে পারবেন। যদি আপনার ব্র্যাক ব্যাংকের আস্থা একাউন্ট থাকে তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে খুব সহজেই বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা বের করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের আস্থা একাউন্টের মাধ্যমে বিকাশ একাউন্ট কার নামে রয়েছে জানার জন্য নিচের ধাপগুলো গুলো অনুসরণ করুন-  


প্রথমে আপনার ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যপ অথবা ওয়েবসাইটে লগইন করতে হবে। ব্র্যাক ব্যাংকের আস্থা ওয়েবসাইটে লগইন করার জন্য এই লিংকে ক্লিক করে লগইন করে নিবেন। অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটএর মত Transfer নামে একটি অপশন দেখতে পারবেন। আমাদেরকে এই Transfer অপশনে প্রবেশ করতে হবে- 


বিকাশ একাউন্ট কার নামে আছে


ট্রান্সফার অপশনে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটএর মতো আপনারা বামদিকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনাদেরকে নিচের স্ক্রিনশট দেখানো Mobile Wallet অপশনে ক্লিক করে Bkash অপশনে প্রবেশ করতে হবে- 


বিকাশ একাউন্ট কার নামে আছে


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশট দেখানো One time payment অপশন সিলেক্ট করবেন। তারপর Pay to Bkash account অপশনে আপনি যে নম্বরে বিকাশ কার আইডি দিয়ে খোলা জানতে চাচ্ছেন সেই বিকাশ একাউন্টের নাম্বার দিবেন-  


বিকাশ একাউন্ট কার নামে আছে


বিকাশ একাউন্টের নাম্বার দেয়ার পর বাইরে যেকোনো এক জায়গায় ক্লিক করবেন। অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটএর মতো Bkash account name বক্সে বিকাশ কার আইডি দিয়ে খোলা তার নাম দেখাবে- 


বিকাশ একাউন্ট কার নামে আছে


এই ছিলো বিকাশ কোন আইডি দিয়ে খোলা বের করার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী ব্রাক ব্যাংকের আস্থা একাউন্টের মাধ্যমে বিকাশ কোন আইডি দিয়ে খোলা জানতে পারবেন। এই পোস্টে বিকাশ একাউন্ট কার নামে আছে সেটি জানার দুইটি পদ্ধতি দেখানো হয়েছে। আপনারা উপরে দেখানো দুইটি পদ্ধতি অনুযায়ী খুব সহজেই বিকাশ কোন আইডি দিয়ে খোলা জানতে পারবেন। 


বিকাশ একাউন্ট কার নামে আছে দেখতে না পারলে করণীয়ঃ 

আমি আপনাদেরকে উপরে বিকাশ একাউন্ট কার নামে রয়েছে সেটি জানার উপায় দেখিয়াছি। এখন কথা হচ্ছে যদি আপনার সেলফিন একাউন্ট না থাকে অথবা উপরে দেখানো নিয়মে বিকাশ একাউন্ট কার নামে রয়েছে জানতে না পারেন তাহলে কি করবেন? তাহলে কোনো সমস্যা নেই। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে www.facebook.com/janteparo/ এসএমএস করে বিকাশ একাউন্ট কার নামে আছে জানতে পারবেন। আপনারা আমাদের ফেসবুক পেজে বিকাশ একাউন্টের নাম্বার দিলে আমরা বলে দিব সেই বিকাশ একাউন্ট কার এনআইডি কার্ড দিয়ে খোলা। এতে আপনাদেরকে পরিশ্রম করে বিকাশ একাউন্ট কার নামে খোলা জানতে হবে না। আমরাই আপনাদেরকে জানিয়ে দিব। 


আরো দেখুনঃ নগদ একাউন্ট কার নামে খোলা বের করার নিয়ম


বিকাশ একাউন্ট কার নামে খোলা পরিশেষে বলতে চাচ্ছিঃ

বিকাশ একাউন্ট কার নামে আছে জানার উপায় নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা বিকাশ কোন আইডি দিয়ে খোলা সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।

Share This Article On:

Next Post Previous Post
7 Comments
  • Anonymous
    Anonymous Jun 15, 2023, 5:40:00 AM

    Amk ekta number kar I'd diye khola ta ber kore dite parben?

    • Shaom
      Shaom Oct 19, 2024, 11:21:00 PM

      হ্যাঁ পারব, আপনি আমাদের সাথে যোগাযোগ করেন..

  • Anonymous
    Anonymous Aug 31, 2023, 10:54:00 PM

    আমার একটা বিকাশ নাম্বারের এন আই ডি পুরো তথ্য প্রয়োজন কি করব?

    • Anonymous
      Anonymous Oct 12, 2024, 7:08:00 AM

      ভাই শুধু নাম না এনআইডির পুরো তথ্য পাওয়া যাবে?

    • Shaom
      Shaom Oct 19, 2024, 11:19:00 PM

      শুধু নাম জানা যাবে..

  • Anonymous
    Anonymous Mar 11, 2024, 3:58:00 PM

    Thank You Sir

    • Shaom
      Shaom Oct 19, 2024, 11:20:00 PM

      welcome.

Add Comment
comment url