রবি কল লিস্ট বের করার নিয়ম - Robi call history list check
রবি নাম্বার দিয়ে কথা বললে সেই নাম্বারের কল লিস্ট থাকে। আমরা কার সাথে কখন কথা বলেছি সেটার তালিকা রবি কল লিস্ট দেখার মাধ্যমে জানতে পারি। তবে অনেকেই রয়েছে যারা রবি কল লিস্ট দেখার নিয়ম জানেনা। যদি আপনি রবি কল লিস্ট বের করার নিয়ম না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য।
কারণ এই টিউটোরিয়ালে আমি "কিভাবে রবি কল লিস্ট দেখতে হয়" তার পদ্ধতি দেখাবো। আপনারা খুব সহজেই আপনাদের Robi Call List বের করতে পারবেন। তাহলে এবার রবি কল লিস্ট দেখার পদ্ধতি জেনে নিন-
Robi call history check |
রবি কল হিস্টরি দেখার কারণঃ
আমাদেরকে অনেক সময় রবি কল হিস্টরি দেখতে হয়। কারন আমরা আমাদের রবি নাম্বার দিয়ে কার সাথে কখন কথা বলছি সেই তালিকা দেখার জন্য রবি কল লিস্ট বের করার প্রয়োজন হয়ে থাকে।
রবি কল হিস্ট্রির মধ্যে আমাদের Robi নাম্বার দিয়ে কথা বলার তালিকা রয়েছে। এমনকি আমরা রবি নাম্বার দিয়ে কার সাথে কখন এবং কতক্ষণ কথা বলেছি সেটা জানার জন্যেও Robi কল লিস্ট বের করার প্রয়োজন হয়ে থাকে।
রবি কল লিস্ট দেখার সুবিধাঃ Robi call list check-
রবি কল লিস্ট দেখার সুবিধা অনেক। প্রথমত সুবিধা হচ্ছে আমরা রবি কল লিস্ট দেখার মাধ্যমে আমাদের রবি নাম্বার থেকে কাদের সাথে কথা বলেছি সকল তালিকা দেখতে পারি। এছাড়াও আমরা কার সাথে কতক্ষণ কথা বলেছি সেটাও রবি কল লিস্ট দেখার মাধ্যমে জানা যায়।
এছাড়াও আরেকটি সুবিধা হচ্ছে অনেক সময় আমাদের রবি নাম্বারে অপরিচিত নাম্বার থেকে কল আসে। পরবর্তীতে আমরা ভুলে যাই যে কোন নাম্বার থেকে আমাদের রবি নাম্বারে কল এসেছিল। কিন্তু আমরা চাইলে Robi কল লিস্ট দেখার মাধ্যমে অপরিচিত নাম্বার জেনে নিতে পারবো।
এছাড়াও আমরা রবি কল লিস্ট বের করার মাধ্যমে অন্যের কল লিস্ট দেখতে পারব। যেমন যদি আপনি আপনার বন্ধুর রবি নাম্বারের কল লিস্ট দেখতে চান তাহলে এই পদ্ধতিতে খুব সহজেই আপনাদের বন্ধুর রবি কল লিস্ট বের করে দেখতে পারবেন। এখন Robi call list বের করার নিয়ম জেনে নিন-
রবি কল লিস্ট বের করার নিয়ম । রবি কল হিস্টোরি দেখার উপায়ঃ
রবি কল লিস্ট বের করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজে আপনাদের রবি নাম্বারের কল তালিকা দেখতে পারবেন। এর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে।
আপনারা প্লে স্টোর থেকে নিচের স্ক্রিনশট দেখানো My Robi App লিখে সার্চ করে আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন। অথবা My Robi App এই লিংকে প্রবেশ করে সরাসরি প্লে স্টোর থেকে ইন্সটল করবেন। অতঃপর এই অ্যাপ ওপেন করবেন-
মাই রবি অ্যাপ ইন্সটল করে ওপেন করার পর আপনার রবি নাম্বার দিয়ে লগইন করতে হবে। নিচের স্ক্রিনশট দেখানো Login with Robi Number অপশনে ক্লিক করবেন-
এবার আপনি যে রবি নাম্বারে কল লিস্ট বের করতে চাচ্ছেন সেই রবি নাম্বার দিয়ে Sent OTP অপশনে ক্লিক করবেন। অতঃপর আপনার রবি নাম্বারে একটি কোড চলে যাবে-
এবার আপনার মোবাইলের রবি নাম্বারে যাওয়া OTP CODE এখানে দিয়ে Login অপশনে ক্লিক করলেই My Robi App লগইন করতে পারবেন-
মাই রবি আপে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটএর মতো আপনারা Call History নামে একটি অপশন দেখতে পারবেন। কল হিস্টরি অপশনটি আপনারা Quick Links অপশনের নিচেই দেখতে পারবেন।
তবে আপনারা Quick Links অপশনের নিচে ডান দিকে স্ক্রল করলেই Call History অপশন দেখতে পারবেন। রবি কল হিস্টোরি দেখার জন্য আমাদেরকে Call History পেজে প্রবেশ করতে হবে-
Call History পেজে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটএর মতো আপনার রবি কল লিস্ট দেখতে পারবেন। আপনার রবি নাম্বার থেকে কার কার সাথে কথা বলেছেন, কখন কথা বলেছেন এবং কথা বলার প্রাইস কিরকম ছিলো সকল তথ্য দেখতে পারবেন-
এই ছিলো রবি কল লিস্ট বের করার নিয়ম। আপনার ওপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই রবি কল লিস্ট দেখতে পারবেন। আশা করছি এখন আপনারা খুব সহজেই আপনাদের Robi Number Call list বের করে দেখতে পারবেন।
পরিশেষে বলতে চাচ্ছিঃ
রবি কল লিস্ট দেখার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা রবি কল হিস্টোরি বের করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা ফেসবুক পেজে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।
রিছিভ কল লিস্ট কি ভাবে বাহির করে