গ্রামীনফোন এসএমএস লিস্ট বের করার উপায় - Gp Sms History Check
গ্রামীণফোন নাম্বার দিয়ে এসএমএস করলে সকল এসএমএস লিস্ট থাকে। আমরা চাইলে আমাদের গ্রামীণফোন নাম্বার দিয়ে করা এসএমএস তালিকা দেখতে পারি। তবে অনেকেই রয়েছেন যারা গ্রামীণফোন এসএমএস লিস্ট বের করা নিয়ম জানেনা। যদি আপনি গ্রামীণফোন এসএমএস লিস্ট দেখার নিয়ম না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য।
কারণ এই টিউটোরিয়ালে আমি কিভাবে গ্রামীণফোন এসএমএস এর লিস্ট বের করতে হয় তার উপায় দেখাবো। আপনারা সহজেই আপনাদের জিপি নাম্বার থেকে করা এসএমএস তালিকা জানতে পারবেন। তাহলে এবার Grammenphone sms list check করার পদ্ধতি দেখে নিন-
গ্রামীণফোন এসএমএস এর লিস্ট |
গ্রামীণফোন এসএমএস লিস্ট দেখার কারণঃ
আমাদেরকে অনেক সময় গ্রামীণফোন এসএমএস লিস্ট দেখতে হয়। কারন আমরা আমাদের গ্রামীণফোন নাম্বার দিয়ে কার সাথে কখন এসএমএস করেছি সেই তালিকা দেখার জন্য জিপি এসএমএস লিস্ট বের করার প্রয়োজন হয়ে থাকে।
গ্রামীণফোন এসএমএস হিস্ট্রির মধ্যে আমাদের গ্রামীণফোন নাম্বার দিয়ে এসএমএস করার তালিকা রয়েছে। এমনকি আমরা গ্রামীণফোন নাম্বার দিয়ে কার সাথে এবং কখন এসএমএস করেছি সেটা জানার জন্যেও GrammenPhone sms list বের করার প্রয়োজন হয়ে থাকে।
আরো পড়ুনঃ গ্রামীণফোন কল লিস্ট দেখার নিয়ম.
গ্রামীণফোন এসএমএস লিস্ট দেখার সুবিধাঃ GrammenPhone Sms list -
গ্রামীণফোন এসএমএস লিস্ট দেখার সুবিধা অনেক। প্রথমত সুবিধা হচ্ছে আমরা জিপি এসএমএস লিস্ট দেখার মাধ্যমে আমাদের গ্রামীণফোন নাম্বার থেকে কাদের সাথে এসএমএস করেছি সকল তালিকা দেখতে পারি। এছাড়াও আমরা কার সাথে কখন এসএমএস করেছি সেটাও GrammenPhone Sms List দেখার মাধ্যমে জানা যায়।
এছাড়াও আরেকটি সুবিধা হচ্ছে অনেক সময় আমাদের গ্রামীণফোন নাম্বারে অপরিচিত নাম্বার থেকে এসএমএস আসে। পরবর্তীতে আমরা ভুলে যাই যে কোন নাম্বার থেকে আমাদের গ্রামীণফোন নাম্বারে এসএমএস এসেছিল। কিন্তু আমরা চাইলে গ্রামীণফোন এসএমএস লিস্ট দেখার মাধ্যমে অপরিচিত নাম্বার জেনে নিতে পারবো।
এছাড়াও আমরা গ্রামীণফোন এসএমএস লিস্ট বের করার মাধ্যমে অন্যের এসএমএস দেখতে পারব। যেমন যদি আপনি আপনার বন্ধুর গ্রামীণফোন নাম্বারের এসএমএস লিস্ট দেখতে চান তাহলে এই পদ্ধতিতে খুব সহজেই আপনাদের বন্ধুর জিপি এসএমএস লিস্ট বের করে দেখতে পারবেন। এখন GrammenPhone Sms list বের করার নিয়ম জেনে নিন -
গ্রামীণফোন (জিপি) এসএমএস লিস্ট দেখার নিয়মঃ
গ্রামীণফোন এসএমএস লিস্ট দেখার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজে আপনাদের গ্রামীণফোন নাম্বারের এসএমএস তালিকা দেখতে পারবেন। এর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে।
আপনারা প্লে স্টোর থেকে নিচের স্ক্রিনশট দেখানো My Gp App লিখে সার্চ করে আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন। অথবা My Gp App এই লিংকে প্রবেশ করে সরাসরি প্লে স্টোর থেকে ইন্সটল করবেন।অতঃপর এই অ্যাপ ওপেন করবেন -
মাই জিপি অ্যাপ ওপেন করার পর আপনি যে গ্রামীণফোন নাম্বারের এসএমএস লিস্ট বের করতে চাচ্ছেন সেই গ্রামীণফোন নাম্বার দিবেন। অতঃপর আপনার গ্রামীণফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে।
সেই ওটিপি কোড দিলেই আপনারা নিচের স্ক্রিনশটএর মতো My Gp অ্যাপে প্রবেশ করতে পারবেন। এবার আপনারা নিচের স্ক্রিনশট দেখানো মাই জিপি অ্যাপের See More অপশনে ক্লিক করবেন -
See More অপশনে ক্লিক করার পর নিচের স্ক্রিনশটএর মতো History নামে আরেকটি অপশন দেখতে পারবেন। জিপি এসএমএস লিস্ট দেখার জন্য আমাদেরকে এই History পেজে প্রবেশ করতে হবে -
হিস্টরি পেজে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটের মতো Sms and Other History নামে একটি অপশন দেখতে পারবেন। Sms and Other History হিস্টরি পেজে প্রবেশ করলে আপনারা গ্রামীণফোন নাম্বারের এসএমএস লিস্ট দেখতে পারবেন -
দেখুন গ্রামীণফোন এসএমএস লিস্ট দেখা যাচ্ছে। আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনাদের জিপি নাম্বারের এসএমএস তালিকা দেখতে পারবেন-
এই ছিলো গ্রামীণফোন এসএমএস লিস্ট বের করার নিয়ম। আপনার ওপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই গ্রামীণফোন এসএমএস লিস্ট দেখতে পারবেন। আশা করছি এখন আপনারা খুব সহজেই আপনাদের GrammenPhone Sms Sms list বের করে দেখতে পারবেন।
পরিশেষে বলতে চাচ্ছিঃ
গ্রামীণফোন এসএমএস লিস্ট দেখার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা জিপি এসএমএস হিস্টোরি বের করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা ফেসবুক পেজে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।