বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি ? বিভাগের নাম, আয়তন (বিস্তারিত)

আমরা অনেকেই বাংলাদেশের বিভাগ সম্পর্কে জানিনা। বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি আমাদেরকে জানতে হবে। যদি আপনি বাংলাদেশের বিভাগ কয়টি এবং বাংলাদেশের বিভাগের নাম সম্পর্কে না জানা তাহলে এই পোস্ট আপনার জন্য। 


এই পোস্টে আমি বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি বাংলাদেশের বিভাগের নাম এবং আয়তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা বাংলাদেশের সকল বিভাগের নাম ও আয়তন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তাহলে বাংলাদেশের বিভাগ সম্পর্কে বিস্তারিত জানতে পুরো পোস্ট পড়তে ভুলবেন না - 


বাংলাদেশের বিভাগ কয়টি
বাংলাদেশের বিভাগ কয়টি


বাংলাদেশের বিভাগের ইতিহাস ও নামকরণঃ 

ব্রিটিশ শাসন সময়কালে বাংলা প্রদেশে প্রথম বিভাগ গঠন করা হয়। সেই সময় বর্তমান সময়ের মতো আটটি বিভাগ ছিল না। তখন শুধুমাত্র তিনটি বিভাগ গঠন করা হয়। বাংলাদেশের প্রথম বিভাগ তিনটির নাম হচ্ছে - ঢাকা, রাজশাহী, ও চট্টগ্রাম। 


এরপর ১৯৬০ সালে ঢাকা ও রাজশাহী বিভাগের একাংশ নিয়ে খুলনা বিভাগ গঠন করা হয়। সব মিলিয়ে সেই সময় বাংলাদেশে এই ৪ টি বিভাগ গঠন করা হয়। এরপর, ১৯৯৩ সালে খুলনা বিভাগের একাংশ বরিশাল বিভাগ নিয়ে গঠন করা হয়ে থাকে।


পরবর্তী সময়ে, ১৯৯৮ সালে চট্টগ্রাম বিভাগকে বিভক্ত করে সিলেট বিভাগ গঠন করা হয় । এরপর বাংলাদেশের রংপুর এবং দিনাজপুর অঞ্চল নিয়ে ২০১০ সালে রংপুর বিভাগ গঠন করা হয়, তবে এটি ইতোপূর্বে রাজশাহীর আন্ডারে ছিল।


এই সময় ঢাকা বিভাগকে ভেঙ্গে বাংলাদেশের শেষ বিভাগ হিসেবে ২০১৫ সালে ময়মনসিংহ বিভাগ গঠন করা হয়। এই ময়মনসিংহ বিভাগ হচ্ছে বাংলাদেশের শেষ এবং অষ্টম বিভাগ। এখন আরো দুইটি বিভাগ গঠন করার চেষ্টা চলছে। পদ্মা বিভাগ এবং কুমিল্লা বিভাগ প্রস্তাবিত বিভাগের তালিকায় আনার প্রস্তাবনা চলছে।


বাংলাদেশের বিভাগ কয়টি? বাংলাদেশের বিভাগের নাম কি? 

বর্তমানে বাংলাদেশের বিভাগ হচ্ছে  ৮ টি। বাংলাদেশের আটটি বিভাগের নাম হচ্ছে - 


  • চট্টগ্রাম, 

  • রংপুর, 

  • রাজশাহী, 

  • সিলেট, 

  • বরিশাল, 

  • ময়মনসিংহ, 

  • ঢাকা, 

  • খুলনা।


উপরে উল্লেখিত বাংলাদেশের ৮টি বিভাগ ছাড়াও বাংলাদেশের জন্য দুইটি প্রস্তাবিত বিভাগের আবেদন করা হয়েছে। প্রস্তাবিত দুইটি বিভাগ সম্পর্কে এবার তাহলে জেনে নিন - 


বাংলাদেশের প্রস্তাবিত বিভাগ কয়টি ও কি কি?

বাংলাদেশের প্রস্তাবিত বিভাগ হচ্ছে দুইটি। বর্তমানে সেই দুইটি স্থানকে বিভাগে রূপান্তর করার চেষ্টা চলছে। বাংলাদেশের প্রস্তাবিত বিভাগ দুইটির নাম হচ্ছে - 


  • কুমিল্লা বিভাগ

  • পদ্মা বিভাগ 


এই দুইটি জায়গা বিভাগের জন্য আবেদন করা হয়েছে। যদি এই দুইটি স্থান প্রশাসনিক বিভাগের মর্যাদা পায় তাহলে বাংলাদেশের বিভাগ সংখ্যা হবে দশটি।


বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি? 

বাংলাদেশের যে আটটি বিভাগ রয়েছে তার মধ্যে সর্বশেষ বিভাগের নাম হচ্ছে ময়মনসিংহ। এই ময়মনসিংহ কে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর বিভাগ নামকরণ করা হয়। অর্থাৎ বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম ময়মনসিংহ। 


বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগের নাম কি? 

বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগের নাম হচ্ছে চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশের যে আটটি বিভাগ রয়েছে তার মধ্যে আয়তনে সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগের আয়তন - ৩৩,৯০৮.৫৫ বর্গ কিলোমিটার। অর্থাৎ আয়তনের দিক থেকে চট্টগ্রাম বিভাগ হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় বিভাগ। 


জনসংখ্যার দিক থেকে বড় বিভাগের নাম কি? 

যদি আমরা বাংলাদেশের জনসংখ্যা দিক থেকে বড় বিভাগের নাম বলি তাহলে সেটা হবে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগের আয়তন ৩১,১৭৭.৭৪ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে ঢাকা বিভাগের আয়তন চট্টগ্রাম থেকে কম হলেও জনসংখ্যার দিক থেকে ঢাকা বিভাগে জনসংখ্যা সবথেকে বেশি। তাই জনসংখ্যার দিক থেকে বড় বিভাগের নাম হচ্ছে ঢাকা। 


বাংলাদেশের কোন বিভাগে কয়টি জেলা রয়েছে? 

বাংলাদেশের সকল বিভাগে কমবেশি অনেক জেলা রয়েছে। নিম্নে বাংলাদেশের সকল বিভাগের কয়টি জেলা রয়েছে তার তালিকা দেয়া হলো। আপনারা সকল বিভাগের জেলার সংখ্যা দেখে নিন - 


  • রংপুর বিভাগে আটটি জেলা রয়েছে। রংপুর বিভাগের আটটি জেলার নাম হচ্ছে - কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী পঞ্চগড়, রংপুর ও লালমনিরহাট। 


  • রাজশাহী বিভাগে আটটি জেলা রয়েছে। রাজশাহী বিভাগের আটটি জেলার নাম হচ্ছে - চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, রাজশাহী ও সিরাজগঞ্জ। 


  • খুলনা বিভাগে দশটি জেলা রয়েছে। খুলনা বিভাগের ১০ টি জেলার নাম হচ্ছে - কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, যশোর ও সাতক্ষীরা। 


  • চট্টগ্রাম বিভাগে ১১ টি জেলা রয়েছে। চট্টগ্রাম বিভাগে অন্তর্ভুক্ত ১১ টি জেলার নাম হচ্ছে - কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান, ব্রাহ্মণবাড়ীয়া,  রাঙ্গামাটি, এবং লক্ষ্মীপুর। 


  • ঢাকা বিভাগে ১৩ টি জেলা রয়েছে। ঢাকা বিভাগে অন্তর্ভুক্ত ১৩ টি জেলার নাম হচ্ছে - কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর মাদারিপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী এবং শরিয়তপুর। 


  • সিলেট বিভাগে ৪ টি জেলা রয়েছে। সিলেট বিভাগ অন্তর্ভুক্ত চারটি জেলার নাম হচ্ছে - মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ। 


  • বরিশাল বিভাগে ছয়টি জেলা রয়েছে। বরিশাল বিভাগ অন্তর্ভুক্ত ছয়টি জেলার নাম হচ্ছে - ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল এবং ভোলা। 


  • ময়মনসিংহ বিভাগে চারটি জেলা রয়েছে। ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত চারটি জেলার নাম হচ্ছে -  নেত্রকোনা, জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ। 


এই হচ্ছে বাংলাদেশের সকল বিভাগের জেলার সংখ্যা ও নাম। এখানে বাংলাদেশের আটটি বিভাগের জেলার সংখ্যা এবং নাম দেয়া হয়েছে। 


বাংলাদেশের বিভাগের আয়তনঃ 

বাংলাদেশের আটটি বিভাগের আয়তন ভিন্ন রকম। বাংলাদেশের সকল বিভাগের আয়তন নিম্নে দেয়া হলো। সকল বিভাগের আয়োতন হচ্ছে - 


  • রংপুর বিভাগের আয়তন - ১৬,১৮৪.৯৯ বর্গ কিলোমিটার। 

  • চট্টগ্রাম বিভাগের আয়তন - ৩৩,৯০৮.৫৫ বর্গ কিলোমিটার। 

  • খুলনা বিভাগের আয়তন - ২২,২৮৪.২২ বর্গ কিলোমিটার। 

  • ঢাকা বিভাগের আয়তন - ৩১,১৭৭.৭৪ বর্গ কিলোমিটার। 

  • বরিশাল বিভাগের আয়তন - ১৩,২২৫.২০ বর্গ কিলোমিটার। 

  • ময়মনসিংহ বিভাগের আয়তন - ১০,৫৫২ বর্গ কিলোমিটার। 

  • সিলেট বিভাগের আয়তন - ১২,৬৩৫.২২ বর্গ কিলোমিটার। 

  • রাজশাহী বিভাগের আয়তন - ১৮,১৫৩.০৮ বর্গ কিলোমিটার। 


এই হচ্ছে বাংলাদেশের আটটি বিভাগের আয়তন। উপরে বাংলাদেশের সকল বিভাগের আয়তন দেয়া হয়েছে। 


আশা করছি বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি এবং বাংলাদেশের বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এই পোস্টে আমি বাংলাদেশের সকল বিভাগের নাম, আয়তন এবং ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ 

বাংলাদেশের বিভাগ কয়টি নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা বাংলাদেশের বিভাগ সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url