যমুনা (বঙ্গবন্ধু) সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান এবং সকল প্রশ্ন উত্তর

বাংলাদেশের যমুনা নদীর উপর নির্মিত সেতুকে যমুনা সেতু বলা হয়। বাংলাদেশের যতগুলো সেতু রয়েছে তার মধ্যে দ্বিতীয় বড় সেতু হচ্ছে এই যমুনা সেতু। এটিকে বঙ্গবন্ধু সেতু নামকরণ করা হয়েছে। অনেকেই যমুনা সেতু সম্পর্কে জানতে চান। 


আবার অনেকেই যমুনা (বঙ্গবন্ধু) সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জানতে চান। এই পোস্টে আমি বঙ্গবন্ধু সেতু সম্পর্কে সকল প্রশ্ন উত্তর জানাবো। আশা করছি আপনারা যমুনা (বঙ্গবন্ধু) সেতু a to z জানতে পারবেন। তাহলে এবার যমুনা সেতু সম্পর্কে সকল প্রশ্ন উত্তর এবং বিস্তারিত জেনে নিন -


যমুনা বঙ্গবন্ধু সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
যমুনা বঙ্গবন্ধু সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

যমুনা (বঙ্গবন্ধু) সেতুর ইতিহাস । যমুনা (বঙ্গবন্ধু) সেতুর বিস্তারিত তথ্যঃ 

যমুনা (বঙ্গবন্ধু) বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই যমুনা (বঙ্গবন্ধু) সেতুটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে যমুনা সেতুর নির্মাণ কাজ শেষ হয়। 


এটি যমুনা নদীর পূর্ব তীরের ভূঞাপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। বঙ্গবন্ধু সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এটি অত্র অঞ্চলের জনগণের জন্য অভ্যন্তরীন পণ্য এবং যাত্রী পরিবহন ব্যবস্থা সহো বহুবিধ সুবিধা বয়ে আনে। 


পরবর্তিতে এই যমুনা সেতুর নামকরণ বঙ্গবন্ধু সেতু করা হয় । ১৯৪৯ সালে যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেয়া হয়। মাওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রথম এই উদ্যোগ নেন। কিন্তু তখন এটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ১৯৯৪ সালের ১৫ অক্টোবর কাজ শুরু হয় এবং ১৯৯৮ সালের ২৩ জুন যমুনা (বঙ্গবন্ধু) সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। 

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।


আরো পড়ুনঃ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান.


যমুনা (বঙ্গবন্ধু) সেতু সম্পর্কে সাধারণ জ্ঞানঃ 

যমুনা (বঙ্গবন্ধু) সেতু সম্পর্কে অনেকেই সাধারণ জ্ঞান জানতে চান। নিম্নে যমুনা (বঙ্গবন্ধু) সেতু সম্পর্কিত সাধারণ জ্ঞান আলোচনা করা হলো। এখানে যমুনা সেতু সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর রয়েছে। আপনারা এখান থেকে বঙ্গবন্ধু সেতু সম্পর্কিত সকল প্রশ্ন এবং উত্তর জানতে পারবেন। তাহলে এবার যমুনা (বঙ্গবন্ধু) সেতু সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর জেনে নিন - 


প্রশ্নঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু কত কিলোমিটার? 

উত্তরঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু ৪.৮ কিলোমিটার।


প্রশ্নঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু কত টাকা খরচ?

উত্তরঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা খরচ। 


প্রশ্নঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?

উত্তরঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার এবং প্রস্থ ১৮.৫ মিটার। 


প্রশ্নঃ ঢাকা থেকে যমুনা (বঙ্গবন্ধু) সেতু কত কিলোমিটার?

উত্তরঃ ঢাকা টাঙ্গাইল শহর থেকে যমুনা (বঙ্গবন্ধু) সেতুর দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার।


প্রশ্নঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ টাঙ্গাই জেলার পশ্চিম পাশে এবং সিরাজগঞ্জ জেলার পূর্ব পাশে যমুনা (বঙ্গবন্ধু) সেতু অবস্থিত। 


প্রশ্নঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তরঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। 


প্রশ্নঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু নির্মাণকারী কোম্পানির নাম কি?

উত্তরঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু নির্মাণকারী কোম্পানির নাম হুন্দাই। 


প্রশ্নঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু উদ্বোধন তারিখ?

উত্তরঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু উদ্বোধন তারিখ হচ্ছে ২৩ জুন। 


প্রশ্নঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু কত সালে উদ্বোধন করা হয়েছে?

উত্তরঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু ১৯৯৮ সালে উদ্বোধন করা হয়েছে। 


প্রশ্নঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু কে উদ্বোধন করেন?

উত্তরঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। 


প্রশ্নঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতুর পিলার সংখ্যা কয়টি?

উত্তরঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতুর পিলার সংখ্যা ৫০ টি। 


প্রশ্নঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতুর পাইল সংখ্যা কয়টি?

উত্তরঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতুর পিলার সংখ্যা ১২১ টি।


প্রশ্নঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতুর স্প্যানের সংখ্যা কয়টি?

উত্তরঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতুর স্প্যানের সংখ্যা ৪৯ টি। 


প্রশ্নঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু কোথায় অবস্থিত? 

উত্তরঃ টাঙ্গাই জেলার পশ্চিম পাশে এবং সিরাজগঞ্জ জেলার পূর্ব পাশে যমুনা (বঙ্গবন্ধু) সেতু অবস্থিত। 


প্রশ্নঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু বিশ্বের কততম সেতু? 

উত্তরঃ যমুনা নদীর উপর ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট যমুনা (বঙ্গবন্ধু) সেতুটি বিশ্বে ১১তম আর দক্ষিন এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।


প্রশ্নঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতুর প্রস্থ কত? 

উত্তরঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতুর প্রস্থ প্রস্থ ১৮.৫ মিটার। 


প্রশ্নঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু কত সালে স্থাপিত হয়? 

উত্তরঃ মাওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রথম ১৯৪৯ সালে যমুনা (বঙ্গবন্ধু) সেতু স্থাপনের উদ্যোগ নেন। কিন্তু তখন এটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ১৯৯৪ সালের ১৫ অক্টোবর এর কাজ শুরু হয় এবং ১৯৯৮ সালের ২৩ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। 


প্রশ্নঃ স্থাপত্য মান অনুযায়ী যমুনা (বঙ্গবন্ধু) সেতুর আয়ুষ্কাল কত বছর?

উত্তরঃ স্থাপত্য মান অনুযায়ী যমুনা (বঙ্গবন্ধু) সেতুর আয়ুষ্কাল ১১০ বছর। 


প্রশ্নঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত কিলোমিটার?

উত্তরঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার এবং প্রস্থ ১৮.৫ মিটার।


প্রশ্নঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু কোন সরকারের আমলে? 

উত্তরঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু আওয়ামী লীগ সরকারের আমলে। 


এই ছিলো যমুনা (বঙ্গবন্ধু) সেতু সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর। এখানে যমুনা (বঙ্গবন্ধু) সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান আলোচনা করা হয়েছে। আশা করছি আপনারা যমুনা সেতু a to z জানতে পেরেছেন। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ 

এই পোস্টে যমুনা (বঙ্গবন্ধু) সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান, সকল প্রশ্ন উত্তর, যমুনা (বঙ্গবন্ধু) a to z বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে। তবে এই প্রশ্নগুলোর বাইরে যদি যমুনা (বঙ্গবন্ধু) সেতু সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এছাড়াও যমুনা সেতু সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ সমাধান দেয়ার চেষ্টা করব।  

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url