ট্রাস্ট ওয়ালেটের টোকেন PancakeSwap সোয়াপ করে ডলারে কনভার্ট করার নিয়ম
আমরা যারা Airdrop এ কাজ করি তারা ট্রাস্ট ওয়ালেটে টোকেন পেয়ে থাকি। তবে ট্রাস্ট ওয়ালেটে পাওয়া টোকন বিক্রি করার মাধ্যমে আমরা বিকাশে টাকা নিতে পারি। কিন্তু এই টোকেন বিক্রি করার জন্য প্রথমে আমাদেরকে টোকেন থেকে ডলার কনভার্ট করতে হয়। যখন আমরা টোকেন সোয়াপ করে ডলারে কনভার্ট করব তখন সেই ডলার খুব সহজেই বিক্রি করে বিকাশে অথবা অন্যান্য মাধ্যমে টাকা নিতে পারব।
তবে অনেকেই রয়েছেন যাদের কাছে টোকেন থাকলেও সেই টোকেন ডলারে কনভার্ট করার নিয়ম জানেন না। যদি আপনি ট্রাস্ট ওয়ালেটের টোকেন PancakeSwap সোয়াপ করে ডলারে কনভার্ট করার নিয়ম না জানেন তাহলে এই টিউটোরিয়ালে আপনার জন্য। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে PancakeSwap লিষ্টেড টোকেন ডলারে কনভার্ট করার পদ্ধতি দেখাবো। আশা করছি আপনারা এই টিউটোরিয়াল থেকে খুব সহজেই ট্রাস্ট ওয়ালেটের টোকেন ডলারে কনভার্ট করার নিয়ম জানতে পারবেন।
ট্রাস্ট ওয়ালেটের টোকেন ডলারে কনভার্ট করার শর্তাবলীঃ
আপনি চাইলে আপনার ট্রাস্ট ওয়ালেটের সকল টোকেন ডলারে কনভার্ট করতে পারবেন না। যে টোকেন ডলার কনভার্ট করতে চাচ্ছেন সেই টোকেন অবশ্যই লিস্টেড হতে হবে। অর্থাৎ সেই টোকেন এর মূল্য থাকতে হবে। যদি আপনার ট্রাস্ট ওয়ালেটের টোকেন এর মূল্য থাকে তাহলে আপনি খুব সহজেই সেই টোকেন ডলার কনভার্ট করতে পারবেন।
এই কারণে প্রথমে আপনারা দেখে নিবেন আপনি যে টোকেন ডলারে কনভার্ট করতে চাচ্ছেন সেই টোকেন কোথায় লিস্টেড রয়েছে। যদি আপনার ট্রাস্ট ওয়ালেটে থাকা টোকেন PancakeSwap এ লিষ্টেড থাকে তাহলে আপনি খুব সহজেই সেই টোকেন ডলার কনভার্ট করতে পারবেন। আর যদি সেই টোকেন PancakeSwap লিস্টে না থাকে তাহলে এই নিয়মে ডলারে কনভার্ট করতে পারবেন না।
টোকেন ডলারে কনভার্ট করার সুবিধা । টোকেন ডলার করার উপায়ঃ
যখন আমাদের কাছে ক্রিপ্টোকারেন্সি কোন টোকেন থাকে তখন সেই টোকেন এর নির্দিষ্ট কোন মূল্য থাকে না। অর্থাৎ একটি টোকেন এর মূল্য যেকোনো সময় কম বেশি হতে পারে। তবে সেই টোকেন যদি ডলার কনভার্ট করা হয় তাহলে সেই ডলার কমা বারা করবে না। এতে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। কিন্তু যদি আপনি টোকেন ডলারে কনভার্ট না করেন তাহলে সেই টোকেন এর মূল্য কমার আশঙ্কা থাকতে পারে।
আবার বেরেও যেতে পারে। তাই টোকেন এর মূল্য নির্দিষ্ট করে রাখার জন্য ডলারে কনভার্ট করতে হয়। এছাড়া যখন আমরা কারো কাছে টোকেন বিক্রি করতে চাই তখন সে সরাসরি টোকেন কিনতে চায় না। কিন্তু যদি সেই টোকেন ডলারে কনভার্ট করা হয় তাহলে সেই ডলার খুব সহজেই বিশ্বস্ত মাধ্যমে বিক্রি করা যায়। এই হচ্ছে টোকেন ডলারে কনভার্ট করার সুবিধা।
ট্রাস্ট ওয়ালেটের টোকেন Pankanswape এ সোয়াপ করার নিয়মঃ
ট্রাস্ট ওয়ালেটের টোকেন Pankanswape সোয়াপ করার আগে আপনি যে টোকেন সোয়াপ করতে চাচ্ছেন সেই টকেন PancakeSwap লিস্টেড কিনা জেনে নিবেন। নিচের স্ক্রীনশট দেখানো আমার ট্রাস্ট ওয়ালেটে থাকা টোকেন আমি ডলারে কনভার্ট করব।
এখন আপনারা এই ডলার সরাসরি যেকোনো বিশ্বস্ত মানুষের কাছে বিক্রি করে দিতে পারবেন। এই হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের টোকেন PancakeSwap এ সোয়াপ করে ডলারে কনভার্ট করার নিয়ম। আপনারা উপরে দেখানো নিয়ম অনুযায়ী PancakeSwap এ লিষ্টেড টোকেন খুব সহজেই ডলারে কনভার্ট করতে পারবেন।
পরিশেষে বলতে চাচ্ছিঃ
ট্রাস্ট ওয়ালেটের টোকেন PancakeSwap এ সোয়াপ করে ডলারে কনভার্ট করার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা টোকেন ডলারে কনভার্ট করা নিয়ে আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ সমাধান দেয়ার চেষ্টা করব।