বাংলালিংক এমবি চেক করার কোড ও নিয়ম (তিনটি উপায়ে)

আমাদের বাংলালিংক সিমে এমবি থাকলে সেই এমবি মাঝে মাঝে চেক করতে হয়। এতে আমাদের বাংলালিংক সিমে কত এমবি অবশিষ্ট রয়েছে সেটি জেনে সঠিক সময়ের মধ্যে ব্যবহার করতে পারি। কিন্তু অনেকেই রয়েছেন যারা বাংলালিংক এমবি চেক করার নিয়ম জানেনা। 


যদি আপনি বাংলালিংক এমবি চেক করার কোড না জানেন তাহলে এই পোস্ট আপনার জন্য। কারণ এই পোস্টে আমি বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করার নিয়ম দেখাবো। আপনারা বাংলালিংক এমবি দেখার কোড ও নিয়ম জেনে সহজেই আপনার বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন-


বাংলালিংক এমবি চেক
বাংলালিংক এমবি চেক


বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করার গুরুত্বঃ 

অন্যান্য অপারেটর থেকে বাংলালিংক তাদের গ্রাহকদের জন্য সুলভ মূল্যে দীর্ঘদিন মেয়াদের ইন্টারনেট দিয়ে থাকে। এই কারণে অনেকেই তাদের বাংলালিংক সিমে ইন্টারনেট কিনে ব্যবহার করে। কিন্তু আমরা জানি সাধারণত বাংলালিংক সিমে ইন্টারনেট কিনলে সেই ইন্টারনেটের নির্দিষ্ট মেয়াদ দেয়া থাকে। আমাদেরকে সেই মেয়াদের মধ্যে উক্ত ইন্টারনেট ব্যবহার করতে হয়। 


নয়তো মেয়াদ শেষ হয়ে গেলে সিমে থাকা এমবি কেটে নেয়। এই কারণে বাংলালিংক সিমে এমবি থাকলে মাঝে মাঝে বাংলালিংক এমবি চেক করতে হয়। এতে আমাদের বাংলালিংক সিমে কতগুলো এমবি রয়েছে জানার পাশাপাশি সেই এমবির কতদিন মেয়াদ রয়েছে জানা যায়। এতে বাংলালিংক ইন্টারনেট নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করার পাশাপাশি সেই ইন্টারনেট নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না। তাহলে দেখুন কিভাবে বাংলালিংক এমবি চেক করতে হয়- 


বাংলালিংক এমবি চেক করার নিয়মঃ

সাধারণত বাংলালিংক এমবি চেক করার দুইটি পদ্ধতি রয়েছে। অর্থাৎ আপনারা দুইটি মাধ্যমে বাংলালিংক এর এমবি চেক করতে পারবেন। পদ্ধতি দুইটি হচ্ছে- 


  • কোড ডায়াল করে 
  • My Banglalink অ্যাপের মাধ্যমে 


আপনারা উপরিউক্ত দুইটি উপায়ে বাংলালিংক এমবি চেক করতে পারবেন। নিম্নে কোড ডায়াল করে এবং মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে বাংলালিংক এমবি চেক করার সকল নিয়মাবলী দেখানো হলো- 

আরো পড়ুনঃ বাংলালিংক এসএমএস কেনার উপায়.

বাংলালিংক এমবি চেক কোডঃ

বাংলালিংক এমবি চেক কোড ডায়াল করে বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স খুব সহজেই চেক করা যায়। বাংলালিংক ইন্টারনেট চেক করার দুইটি কোড রয়েছে। কোড দুইটি কোড হচ্ছে - *121*1# এবং *5000*500# 


আপনারা *121*1# অথবা *5000*500#  এই দুইটি কোড এর মধ্যে যেকোনো একটি কোড ডায়াল করে খুব সহজেই বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন। Banglalink Mb Check Code ডায়াল করে বাংলালিংক এমবি চেক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন - 


প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *121*1# কোড ডায়াল করুন- 


বাংলালিংক এমবি চেক করার কোড


এবার আপনারা নিচের স্ক্রীনশটের মতো আপনার বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন। এখানে মজার বিষয় হচ্ছে যদি আপনি *121*1# কোড ডায়াল করেন তাহলে আপনার বাংলালিংক সিমের এমবি সহো সবকিছু একসাথে দেখতে পারবেন- 


বাংলালিংক এমবি চেক করার নিয়ম


এভাবে আপনারা *121*1# কোড ডায়াল করে বাংলালিংক এমবি চেক করতে পারবেন। তবে আপনারা চাইলে *5000*500# কোড ডায়াল করেও বাংলালিংক এমবি দেখতে পারবেন। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন -


প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *5000*500# কোড ডায়াল করুন- 


banglalink mb check


অতঃপর আপনারা নিচের স্ক্রীনশটের মতো আপনার বাংলালিংক সিমে থাকা এমবি এবং সেই এমবির মেয়াদ দেখতে পারবেন- 


বাংলালিংক এমবি চেক কোড


এই ছিলো *5000*500# কোড ডায়াল করে বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করার নিয়ম। উপরে বাংলালিংক এমবি চেক করার দুইটি কোড দেয়া হয়েছে। আপনারা উক্ত দুইটি কোড ব্যবহার করে বাংলালিংক এমবি দেখতে পারবেন। এবার আপনারা মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে বাংলালিংক এমবি দেখার উপায় দেখুন- 

আরো দেখুনঃ বাংলালিংক ব্যালেন্স চেক করার সকল নিয়ম

মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করার নিয়মঃ 

মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আপনার মোবাইলে My Banglalink অ্যাপ থাকতে হবে। যদি আপনার মোবাইলে মাই বাংলালিংক অ্যাপ না থাকে তাহলে প্লে-স্টোরে My Banglalink লিখে সার্চ করে অথবা My Banglalink app এই লিংকে ক্লিক করে প্লে স্টোর থেকে নিচের স্ক্রিনশট দেখানো My Banglalink অ্যাপ ইন্সটল করে নিবেন। অতঃপর মাই বাংলালিংক অ্যাপ ওপেন করবেন- 


বাংলালিংক এমবি চেক করার নিয়ম


এবার আপনি যে বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে চাচ্ছেন সেই বাংলালিংক নাম্বার মাই বাংলালিংক অ্যাপে লগইন করতে হবে। লগইন করার জন্য নিচের স্ক্রিনশট দেখানো Banglalink User অপশনে ক্লিক করবেন- 


বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক


এবার নিচের স্ক্রিনশটের মতো আপনার বাংলালিংক নাম্বার দিয়ে Get OTP অপশনে ক্লিক করলেই আপনার মোবাইলে একটি otp কোড আসবে। সেই otp কোড দিলেই সরাসরি মাই বাংলালিংক অ্যাপে প্রবেশ করতে পারবেন- 


বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক


মাই বাংলালিংক অ্যাপে প্রবেশ করার পর নিচের স্ক্রীনশটের মতো আপনার বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন। এই ইন্টারনেট ব্যালেন্স এর বিস্তারিত জানতে নিচের স্ক্রিনশট দেখানো এমবির উপর ক্লিক করতে হবে- 


বাংলালিংক এমবি দেখার উপায়


অতঃপর আপনারা নিচের স্ক্রীনশটের মতো আপনার বাংলালিংক সিমের ইন্টারনেট এর সকল তথ্য দেখতে পারবেন। অর্থাৎ আপনার বাংলালিংক সিমে কি পরিমান এমবি রয়েছে এবং তার মেয়াদ কতদিন সকল তথ্য এখানে রয়েছে- 


বাংলালিংক এমবি চেক করার উপায়


এই ছিলো মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে বাংলালিংক এমবি চেক করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই মাই বাংলালিংক অ্যাপ এর মাধ্যমে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন। 

আরো দেখুনঃ বাংলালিংক মিনিট চেক করার কোড ও নিয়ম

বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক উপসংহারঃ 

আমি এই পোস্টে কোড ডায়াল করে এবং মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করার পদ্ধতি দেখিয়েছি। আপনাদের যে নিয়ম ভালো লাগে সেই নিয়মে Banglalink Internet check করতে পারবেন। আশা করছি বাংলালিংক এমবি চেক সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারবেন। তবে এরকম অপারেটর সম্পর্কিত সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ও গুগল নিউজে ফলো করে পাশে থাকুন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url