ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধ করার উপায় (অটোমেটিক ভিডিও চালু হবেনা)
ফেসবুক ব্যবহার করতে গিয়ে অনেক সময় ভিডিও অটো প্লে হয়। স্ক্রোল করার সাথে সাথে ভিডিও নিজে থেকে চালু হাওয়ায় ডাটা খরচ যেমন বেশি হয় তেমনি অপ্রয়োজনীয় ভিডিও চালু হাওয়ায় অনেকেই বিরক্ত হয়ে থাকেন। আপনি যদি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই পোস্ট আপনার জন্য।
এই পোস্টে আমি আপনাদেরকে "ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধ করার নিয়ম" দেখাবো। আপনার যে ফেসবুক ভিডিও দেখা প্রয়োজন সেই ফেসবুক ভিডিও চালু না করা পর্যন্ত অটোমেটিক চালু হবে না। তাহলে চলুন বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক-
ফেইসবুক ভিডিও অটো প্লে বন্ধ করার সুবিধাঃ
ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধ করার অনেক সুবিধা রয়েছে। সেগুলো হচ্ছে-
- ডাটা সেভঃ ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধ থাকলে ফেসবুকে স্ক্রল করার সময় আপনার ফোনে ভিডিও নিজে থেকে চালু হবে না। ফলে আপনার মোবাইল ডাটা অনেক কম খরচ হবে। বিশেষ করে যদি আপনি সীমিত ডাটা প্যাক ব্যবহার করেন তাহলে এই সুবিধা আপনার জন্য অনেক উপকারী হবে।
- মোবাইলের ব্যাটারি সেভঃ ফেসবুকে ভিডিও অটোমেটিক চালু হলে মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়। অটো প্লে বন্ধ করলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ দীর্ঘ সময় থাকবে।
- খারাপ ভিডিও বন্ধ করাঃ অনেক সময় আমরা ফেসবুক ভিডিও চালু না করলেও অটো ভিডিও অপশন চালু থাকার কারণে সকল ধরনের ফেসবুক ভিডিও সামনে এলেই অটোমেটিক চালু হয়। এভাবে হঠাৎ খারাপ ভিডিও সামনে এলেও অটোমেটিক চালু হয়ে থাকে। তখন খারাপ অবস্থার মধ্যে পড়তে হয়। এই সমস্যা এরানোর জন্য অটো ভিডিও প্লে বন্ধ করতে হয়।
- আরামদায়ক ব্রাউজিংঃ ফেসবুকে ভিডিও অটো প্লে হওয়ার কারণে অনেক সময় আপনি ফেসবুকে যে পোস্ট দেখতে চাচ্ছেন সেই পোস্ট ভালোভাবে দেখতে পারেন না। অটো প্লে সিস্টেম বন্ধ করলে সমস্যা ছাড়াই ফেসবুক চালাতে পারবেন।
- অপ্রয়োজনীয় ভিডিও এড়ানোঃ আপনার ফেসবুক একাউন্টে যদি অটো প্লে সিস্টেম চালু থাকে তাহলে অনেক সময় এমন ভিডিও অটোমেটিক চালু হবে যেটি আপনি দেখতে চান না। অটো প্লে সিস্টেম বন্ধ করে আপনি শুধু প্রয়োজনীয় ভিডিওগুলো দেখতে পারেন।
আরো পড়ুনঃ ফেসবুক পোস্টের কমেন্ট অপশন বন্ধ করার নিয়ম
ফেইসবুক ভিডিও অটো প্লে হওয়া বন্ধ করার নিয়মঃ
ফেসবুক অটো প্লে ভিডিও বন্ধ করার পদ্ধতি জানার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন -
প্রথমে আপনার ফেসবুক অ্যাপে প্রবেশ করবেন। ফেসবুকে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশট দেখানো মেনু আইকনে ক্লিক করে প্রবেশ করতে হবে-
অতঃপর আপনারা Settings অপশনে প্রবেশ করবেন-
মিডিয়া আপসনে প্রবেশ করার পর নিচের স্ক্রীনশটের মতো আপনারা আরও তিনটি অপশন দেখতে পারবেন। এখানে অপশন তিনটির কাজ হচ্ছে -
- On mobile data and wi-fi - এই অপশনটি চালু করলে ফেইসবুক ভিডিও অটো প্লে হবে। সাধারণত এই অপশনটি আগে থেকেই চালু থাকার কারণে আমাদের ফেসবুক ভিডিও অটো প্লে হয়ে যায়।
- On Wi-Fi Only - এই অপশনটি চালু থাকলে যখন আপনি ওয়াইফাই এর মাধ্যমে ফেসবুক চালাবেন শুধুমাত্র তখন ফেইসবুক ভিডিও অটো প্লে হবে। যদি আপনি ওয়াইফাই ব্যবহার করার সময় ফেইসবুক ভিডিও অটো প্লে করতে চান তাহলে এই অপশন চালু করতে পারেন।
- Never Autoplay Videos - এই অপশনটি চালু থাকলে আপনার ফেসবুক ভিডিও অটো প্লে হবে না। আমরা যারা ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধ করতে চাচ্ছি তাদেরকে অবশ্যই এই অপশন চালু থাকতে হবে।
আপনারা নিচের স্ক্রিনশট দেখলে বুঝতে পারবেন আগে থেকেই On mobile data and wi-fi অপশন চালু করা রয়েছে। এই অপশনটি চালু থাকার কারণে আমাদের ফেসবুক ভিডিও অটো চালু হয়। ফেইসবুক ভিডিও অটো চালু হওয়া বন্ধ করার জন্য আমাদেরকে Never Autoplay Videos অপশন সিলেক্ট করতে হবে-
অতঃপর আপনারা ফেসবুক অটো প্লে ভিডিও বন্ধ করার জন্য নিচের স্ক্রীনশটের মতো Never Autoplay Videos অপশন সিলেক্ট করে দিবেন-
যখন আপনারা উপরের স্ক্রিনশট অনুযায়ী Never Autoplay Videos অপশন চালু করবেন তখন আপনার ফেইসবুক ভিডিও অটো প্লে হবে না। আপনারা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আপনার ফেসবুকের যেকোনো ভিডিও প্লে করে দেখতে পারেন। আপনারা দেখতে পারবেন একটি ফেসবুক ভিডিও নিজে থেকেই প্লে না করে সেই ভিডিও অটো প্লে হবে না। এভাবে আপনারা বুঝতে পারবেন আপনি সঠিকভাবে ফেইসবুক ভিডিও অটো প্লে বন্ধ করতে পারছেন নাকি পারেন নাই।
আরো পড়ুনঃ ফেসবুক পোস্টের লাইক এবং রিয়াক্ট সংখ্যা হাইড করার উপায়
উপসংহারঃ
ইতিমধ্যে আপনারা এই পোস্ট থেকে "কিভাবে ফেসবুক একাউন্টে ভিডিও অটো প্লে বন্ধ করতে হয়" সেটি জানতে পেরেছেন। আশা করছি আপনারা এখন থেকে ফেসবুক ভিডিও অটোমেটিক চালু হওয়ার ঝামেলায় পড়বেন না। এই পোস্ট যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে জানাতে পারেন। এছাড়াও বিস্তারিত আরো কিছু জানতে চাইলে কমেন্ট করে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।