বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম, সুবিধা ও শর্তাবলী

একজন বিকাশ ব্যবহারকারী হিসেবে আপনি নিশ্চয়ই বিকাশে ফ্রিতেই টাকা পাঠাতে চাইবেন। এর জন্য বিকাশ প্রিয় নাম্বার সেট করতে হবে। যদি আপনি বিকাশ প্রিয় নাম্বার কি? কিভাবে কাজ করে, সুবিধা অসুবিধা ও সেট করার নিয়ম জানতে চান তাহলে এই আর্টিকেল আপনার জন্য। 


কেননা এই আর্টিকেলে আমরা বিকাশের প্রিয় নাম্বার সেট করার পদ্ধতি, এর সুবিধা এবং শর্তাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি বিকাশে যেকোনো ব্যক্তির কাছে ফ্রিতে টাকা পাঠাতে চান তাহলে বিকাশ প্রিয় নাম্বার নিয়ে লেখা এই আর্টিকেল আপনার জন্য অনেক উপকারী হবে।  


বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম


বিকাশ প্রিয় নাম্বার কি? 

বিকাশ প্রিয় নাম্বার হচ্ছে এমন একটি সিস্টেম যেখানে আপনি নির্দিষ্ট কিছু নাম্বার যুক্ত করে ফ্রিতে সেন্ড মানি করতে পারবেন। সাধারণত বিকাশে কোন নাম্বারে টাকা পাঠাতে সেন্ড মানি চার্জ কাটে। কিন্তু সেন্ড মানির ক্ষেত্রে প্রিয় নাম্বার সেট করে রাখলে উক্ত নাম্বারগুলোতে ফ্রিতে টাকা পাঠানো যায়। 


বিকাশ প্রিয় নাম্বারের সুবিধাঃ 

বিকাশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রিয় নাম্বার সেট করে রাখলে বিভিন্ন সুবিধা পাওয়া যায়। সেগুলো হচ্ছে- 


  • ফ্রি সেন্ড মানিঃ বিকাশের প্রিয় নাম্বারে ফ্রিতে টাকা পাঠানো যায়। সাধারণত বিকাশে টাকা পাঠালে সেন্ড মানি চার্জ কাটে। কিন্তু যদি আপনি প্রিয় নাম্বার সেট করে রাখেন এবং উক্ত নাম্বারগুলোতে টাকা পাঠান তাহলে চার্জ কাটবেনা। 


  • প্রিয় নাম্বার পরিবর্তনঃ সাধারণত নির্দিষ্ট কিছু নাম্বার বিকাশের প্রিয় নাম্বার হিসেবে সেট করা যায়। তবে আপনি চাইলে পরবর্তীতে প্রিয় নাম্বার পরিবর্তন করে যেকোন নাম্বার যুক্ত করে উক্ত নাম্বারে ফ্রিতে টাকা পাঠাতে পারবেন। 


  • বিকাশ অ্যাপ ও কোড দিয়ে নিয়ন্ত্রণঃ আপনি চাইলে বিকাশ অ্যাপ ও কোড ডায়াল করে বিকাশের প্রিয় নাম্বার সেট ও রিমুভ করতে পারবেন। অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইলে বিকাশ অ্যাপ দিয়ে এবং চাইলে বাটন মোবাইলেও বিকাশ কোড দিয়ে বিকাশ প্রিয় নাম্বারের সকল কাজ করতে পারবেন। 


বিকাশ প্রিয় নাম্বার সেট করার মাধ্যম কয়টি? 

দুইটি মাধ্যমে বিকাশ প্রিয় নাম্বার সেট করা যায়। মাধ্যম দুইটি হচ্ছে- 


  • বিকাশ অ্যাপের মাধ্যমে। 

  • বিকাশ মেনু কোডের মাধ্যমে। 


বিকাশ কর্তৃপক্ষ বিকাশ অ্যাপ ও কোড ডায়াল করে বিকাশের প্রিয় নাম্বার যুক্ত করার উপায় রেখেছে। তাই আমি আপনাদেরকে দুইটি মাধ্যমেই বিকাশে প্রিয় নাম্বার সেট করার পদ্ধতি নিম্নে দেখাবো। 


বিকাশ অ্যাপের মাধ্যমে বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়মঃ  

আপনার মোবাইলে যদি বিকাশ অ্যাপ থাকে তাহলে খুব সহজেই বিকাশ প্রিয় নাম্বার সেট করতে পারবেন। আর যদি না থাকে তাহলে আপনার মোবাইলে প্রথমে বিকাশ অ্যাপ ইন্সটল করে নিবেন। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


প্রথমে আপনার বিকাশ অ্যাপে প্রবেশ করুন। বিকাশ অ্যাপের হোম পেজে সেন্ড মানি নামে একটি অপশন দেখতে পারবেন। এই সেন্ড মানি অপশনে প্রবেশ করতে হবে- 


বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম


এবার আপনারা প্রিয় নাম্বার অপশনে প্রবেশ করবেন- 


বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম


প্রিয় নাম্বার অপশনে প্রবেশ করলে "প্রিয় নাম্বার যোগ করুন" নামে একটি অপশন দেখতে পারবেন। বিকাশে প্রিয় নাম্বার সেট করার জন্য এই "প্রিয় নাম্বার সেট করুন" অপশনে প্রবেশ করতে হবে- 


বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম


আপনি যার নাম্বার প্রিয় নাম্বার হিসেবে বিকাশে সেট করতে চাচ্ছেন এখন তার নাম্বার দিবেন। আপনি চাইলে সরাসরি তার নাম্বার লিখে দিতে পারেন অথবা কন্টাক্ট অপশন থেকে নাম্বার সিলেক্ট করে দিতে পারেন- 


বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম


এবার আপনি যার নাম্বার দিয়েছেন তার একটি নাম দিবেন। নাম দেয়া হয়ে গেলে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন- 


বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম


এবার আপনি পাসওয়ার্ড দেয়ার অপশন দেখতে পারবেন। আপনার বিকাশ একাউন্টের পাসওয়ার্ড দেয়ার পর "পিন কনফার্ম করুন" অপশনে ক্লিক করবেন- 


বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম


বিকাশের পিন দেয়ার পর উক্ত নাম্বারটি বিকাশ প্রিয় নাম্বার হিসেবে সেট হয়ে যাবে। আপনি চাইলে "প্রিয় নাম্বারের তালিকায় ফিরে যাই" অপশনে ক্লিক করে আপনার বিকাশ একাউন্ট থেকে সেট করা প্রিয় নাম্বারগুলো দেখতে পারেন। 


বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনার বিকাশ একাউন্ট থেকে সেট করা সকল প্রিয় নাম্বার দেখতে পারবেন। আপনি চাইলে যোগ করুন অপশনে ক্লিক করে আরো বিকাশ নাম্বার প্রিয় নাম্বার হিসেবে সেট করতে পারবেন- 


বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম


এই ছিলো বিকাশ অ্যাপের মাধ্যমে বিকাশ প্রিয় নাম্বার সেট করার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে মোবাইলে বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজেই যেকোনো বিকাশ নাম্বার প্রিয় নাম্বার হিসেবে সেট করতে পারবেন। 


কোড ডায়াল করে বিকাশ প্রিয় নাম্বার সেট করার উপায়ঃ

যদি আপনার মোবাইলে বিকাশ অ্যাপ না থাকে অথবা আপনি বাটন মোবাইল ব্যবহারকারী হন তাহলে বিকাশের মেনু কোড ডায়াল করে বিকাশ প্রিয় নাম্বার সেট করতে পারবেন। বিকাশ কোড ডায়াল করে বিকাশ প্রিয় নাম্বার যুক্ত করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *247# লিখে ডায়াল করুন- 


বিকাশ প্রিয় নাম্বার যুক্ত করার উপায়


এখন My Bkash অপশনে প্রবেশ করতে হবে। যেহেতু My Bkash অপশন 9 নম্বরের রয়েছে তাই 9 লিখে সেন্ড করতে হবে- 


বিকাশ প্রিয় নাম্বার যুক্ত করার উপায়


এবার Priyo Numbers অপশনের প্রবেশ করবেন- 


বিকাশ প্রিয় নাম্বার যুক্ত করার উপায়


যেহেতু আমরা বিকাশে প্রিয় নাম্বার সেট করে ফ্রিতে টাকা পাঠাবো তাই Send Money অপশনে প্রবেশ করতে হবে- 


বিকাশ প্রিয় নাম্বার যুক্ত করার উপায়


এবার Add Priyo Number অপশনে প্রবেশ করবেন- 


বিকাশ প্রিয় নাম্বার যুক্ত করার উপায়


আপনি যার বিকাশ নাম্বার প্রিয় নাম্বার হিসেবে সেট করতে চাচ্ছেন এখানে তার নাম্বার দিয়ে Send করতে হবে- 


বিকাশ প্রিয় নাম্বার যুক্ত করার উপায়


অতঃপর উক্ত নাম্বারের মালিকের নাম দিয়ে সেন্ড করতে হবে- 


বিকাশ প্রিয় নাম্বার যুক্ত করার উপায়


এখন আপনার বিকাশ একাউন্টের পিন দিয়ে Send করবেন- 


বিকাশ প্রিয় নাম্বার যুক্ত করার উপায়


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো কনফার্মেশন মেসেজ দেখতে পারবেন। যেখানে বলা হবে আপনি সঠিকভাবে বিকাশে প্রিয় নাম্বার সেট করতে পেরেছেন। এরকমটা দেখলে বুঝতে পারবেন আপনি সঠিকভাবে বিকাশ প্রিয় নাম্বার যুক্ত করতে পেরেছেন- 


বিকাশ প্রিয় নাম্বার যুক্ত করার উপায়


এই ছিলো বিকাশ মেনু কোড ডায়াল করে বিকাশ প্রিয় নাম্বার যুক্ত করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে খুব সহজেই কোড ডায়াল করে বিকাশে প্রিয় নাম্বার অ্যাড করতে পারবেন। 


বিকাশ প্রিয় নাম্বারের শর্তাবলীঃ 

বিকাশ প্রিয় নাম্বার ব্যবহার করার কিছু শর্তাবলী রয়েছে। শর্তগুলো হচ্ছে- 


  • একসাথে সর্বোচ্চ ৫টি নাম্বার প্রিয় নাম্বার হিসেবে সেট করা যায়। 

  • বিকাশ প্রিয় নাম্বারে প্রতি মাসে 25 হাজার টাকা পর্যন্ত ফ্রি সেন্ড মানি করা যায়। 

  • প্রিয় নাম্বারে এক মাসে ২৫ হাজার টাকার বেশি সেন্ড মানি করলে প্রতিবার ৫ টাকা করে কেটে নিবে। 

  • প্রিয় নাম্বারগুলোতে প্রতি মাসে ৫০ হাজার টাকার বেশি সেন্ড মানি করলে প্রতিবার ১০ টাকা করে কেটে নেবে। 

  • প্রিয় নাম্বারে সেন্ড মানি’ এই অপশনটি বিকাশ অ্যাপ ও *২৪৭# ডায়াল করে ব্যবহার করা যাবে।

  • যেকোনো সময় যেকোনো প্রিয় নাম্বার ডিলিট করে অন্য নাম্বার প্রিয় নাম্বার হিসেবে সেট করা যাবে। 


এই ছিলো বিকাশ প্রিয় নাম্বারের সকল শর্তাবলী। বিকাশ প্রিয় নাম্বার ব্যবহার করে ফ্রি সেন্ড মানি করার ক্ষেত্রে আপনাকে উপরে উল্লেখিত শর্তগুলো মানতে হবে। 


উপসংহারঃ 

আশা করছি ইতিমধ্যে আপনারা বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম, সুবিধা ও শর্তাবলী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। বিকাশে টাকা পাঠানোর ক্ষেত্রে এই পদ্ধতি আপনাকে কোনো খরচ ছাড়াই ফ্রিতে টাকা পাঠাতে সাহায্য করবে। তাই আপনি যাদের কাছে বিকাশে টাকা পাঠাতে চাচ্ছেন তাদের নাম্বারগুলো প্রিয় নাম্বার হিসেবে সেট করে টাকা পাঠাবেন। এতে আপনার খরচ বাচবে।  

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url