মোবাইলে অটো প্লে হওয়া ইউটিউব ভিডিও যেভাবে বন্ধ করবেন
এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ইউটিউব ভিডিও অটো প্লে বন্ধ করার নিয়ম দেখাবো। আশা করছি আপনারা পুরো টিউটোরিয়াল টি মনোযোগ সহকারে পড়লে আপনাদের ইউটিউব ভিডিও অটো প্লে বন্ধ করতে পারবেন।
বর্তমানে ইউটিউব একটি জনপ্রিয় ওয়েবসাইট, এটা আমরা সকলে জানি। ইউটিউবে বিভিন্ন রকমের মানুষ প্রবেশ করে থাকে। ইউটিউবে প্রবেশ করার জন্য একেক মানুষের একেক রকমের উদ্দেশ্য থাকে। কেউ শেখার জন্য, কেউ বিনোদনের জন্য বা কেউ খেলাধুলা দেখার জন্য ইউটিউবে প্রবেশ করে থাকে। তবে আপনি যে কারণে ইউটিউবে প্রবেশ করেন না কেন ইউটিউবে প্রবেশ করার পর কিছু সমস্যায় পড়তে পারেন।
ইউটিউব ভিডিও অটো প্লে বন্ধ করার সুবিধা -
সাধারণত ইউটিউবে প্রবেশ করার পর ইউটিউব এর ভিডিও গুলো অটো প্লে হয়ে থাকে। ইউটিউব এর ভিডিও অটো প্লে হওয়ার কারণে আপনি যে সকল ভিডিও দেখতে চান না সেই সকল ভিডিও আপনাকে জোর করে দেখানো হয়। তবে যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের জন্য এটি কোন সমস্যা না।
কিন্তু যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য এটি সমস্যা। কারণ এভাবে অপ্রয়োজনীয়' ভিডিও প্লে হলে আমাদের মোবাইলে থাকা অনেক এমবি খরচ হয়ে থাকে। আর যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের কোনো সমস্যা হয় না। কারণ এমবি ফুরিয়ে যাওয়ার ভয় তাদের নেই।
তো আপনি যদি মোবাইল দিয়ে ইউটিউব ব্যবহার করে থাকেন এবং আপনাদের মোবাইলে থাকা ইন্টারনেট ডাটা সেভ করতে চান তাহলে নিচের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। এই টিউটোরিয়াল দেখে জানতে পারবেন কিভাবে ইউটিউবের অটো প্লে হওয়া ভিডিও বন্ধ করা যায়।
ইউটিউবের ভিডিও অটো প্লে বন্ধ করার নিয়ম -
ইউটিউব এর ভিডিও অটো প্লে বন্ধ করার নিয়ম অনেক সহজ। আপনারা সহজেই আপনাদের মোবাইলে ইউটিউব এর ভিডিও অটো প্লে বন্ধ করতে পারবেন। ইউটিউব এর ভিডিও অটো প্লে বন্ধ করার জন্য আপনাকে প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনে প্রবেশ করাতে হবে।
* ইউটিউব অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর নিচের স্ক্রিনসট দেখানো উপরের ডান দিকের আইকনে ক্লিক করতে হবে।
ইউটিউব ভিডিও অটো প্লে বন্ধ করলে কি হয় ?
ইউটিউব এর হোম পেজের ভিডিও অটো প্লে বন্ধ করার নিয়ম -
- Always on.
- Wi-Fi only.
- Off
এই ছিল এই ইউটিউব ভিডিও অটো প্লে হওয়া বন্ধ করার নিয়ম। আমি আপনাদেরকে দেখানো জন্য উপরে দুইটি নিয়ম দেখিয়েছি। তো প্রথম নিয়মে দেখিয়েছি কিভাবে একটি ভিডিও শেষ করার পর আরেকটি ভিডিও অটো প্লে হওয়া বন্ধ করা যায়।
এরপর দ্বিতীয় টিউটরিয়ালে দেখিয়েছি কিভাবে ইউটিউবের হোম পেজে থাকা ভিডিও অটো প্লে বন্ধ করা যায়। আপনারা উপরের দুইটি কাজ করার মাধ্যমে ইউটিউবের সকল ভিডিও অটো প্লে বন্ধ করতে পারবেন।
পরিশেষে বলতে চাচ্ছিঃ
আশা করছি ইউটিউব এর ভিডিও অটো প্লে বন্ধ করার নিয়ম টি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। ইউটিউব এর ভিডিও অটো প্লে বন্ধ করার জন্য উপরের নিয়ম সঠিকভাবে অনুসরণ করুন। কাজ করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করব।