ভিটমেট থেকে ডাউনলোড করা ভিডিও সকল ভিডিও প্লেয়ার অ্যাপে দেখার নিয়ম
যখন আমরা ভিটমেট অ্যাপ থেকে কোনো ভিডিও ডাউনলোড করি তখন সেই ভিডিও আমরা MX Player বা অন্য কোনো অ্যাপ দিয়ে দেখতে পারিনা। vidmate থেকে ডাউনলোড করা ভিডিও দেখার জন্য তারা আমাদেরকে Playit অ্যাপ ব্যবহার করার নির্দেশ দেয়। তখন আমাদেরকে বাধ্য হয়ে Playit অ্যাপ ব্যবহার করে vidmate থেকে ডাউনলোড করা ভিডিও দেখতে হয়। এখন কথা হচ্ছে আমরা কি চাইলে ভিটমেট থেকে ডাউনলোড করা ভিডিও এমএক্স প্লেয়ার বা অন্য কোনো প্লেয়ারে দেখতে পারবো কিনা?
হ্যাঁ, আমরা চাইলে ভিডমেট থেকে ডাউনলোড করা ভিডিও যেকোনো ভিডিও প্লেয়ারে প্লে করে দেখতে পারব। অনেকেই রয়েছেন যারা vidmate থেকে ডাউনলোড করা ভিডিও এমএক্স প্লেয়ার বা অন্যান্য প্লেয়ারে প্লে করার নিয়ম জানেনা। যদি আপনি vidmate এর ভিডিও সকল ভিডিও প্লেয়ার দিয়ে দেখতে চান তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই পোস্টে আমি "কিভাবে vidmate থেকে ডাউনলোড করা ভিডিও সকল ভিডিও প্লেয়ার অ্যাপে দেখতে হয়" তার নিয়ম দেখাবো। আপনারা ভিটমেট ভিডিও MX Player সহো সকল ভিডিও প্লেয়ারে দেখতে পারবেন। তাহলে এবার ভিটমেট থেকে ডাউনলোড করা ভিডিও সকল ভিডিও প্লেয়ার অ্যাপে দেখার উপায় জেনে নিন-
ভিটমেট অ্যাপ দিয়ে ডাউনলোড করা ভিডিও দেখার সমস্যার সমাধানঃ
ভিটমেট একটি জনপ্রিয় ডাউনলোডার অ্যাপস। এই ভিটমেট এর মাধ্যমে ইউটিউব, ফেইসবুক সহো অন্যান্য ওয়েবসাইটের ভিডিও সহজেই ডাউনলোড করা যায়।আর এই কারণে ভিটমেট এত বেশি জনপ্রিয়। যদিও ভিটমেট এর মতো আরো অনেকে অ্যাপ রয়েছে, কিন্তু এটি বেশি জনপ্রিয় হওয়ায় সকলেই এটি ব্যবহার করে।আগেই বলেছিলাম ভিটমেট দিয়ে ভিডিও ডাউনলোড করা হয়। কিন্তু এই ডাউনলোড করা ভিডিও প্লে করতে গিয়ে হয় আরেক সমস্যা।
কারণ ভিটমেট থেকে ডাউনলোড করা কিছু ভিডিও Playit ছাড়া অন্যান্য ভিডিও প্লেয়ার যেমন এমএক্স প্লেয়ার দিয়ে প্লে করা যায়না। যারা ভিটমেট থেকে ভিডিও ডাউনলোড করে তারা বাধ্য হয়ে সেই ভিডিও দেখার জন্য Playit ভিডিও প্লেয়ার অ্যাপ ব্যবহার করে। এখন আপনি হয়তো ভাবতেছেন কিভাবে ভিটমেট থেকে ডাউনলোড করা ভিডিও প্লেইট ছাড়াও অন্যান্য ভিডিও প্লেয়ার অ্যাপে দেখা যায়?? আপনার এই প্রশ্নের উত্তর নিচে দেয়া হলো। আশা করছি পুরো পোস্ট মনোযোগ দিয়ে পড়লে ভিটমেট থেকে ডাউনলোড করা ভিডিও প্লেইট ছাড়াও সকল ভিডিও প্লেয়ার অ্যাপে দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক -
ভিটমেট থেকে ডাউনলোড করা ভিডিও Playit ছাড়াও সকল ভিডিও প্লেয়ারে দেখার নিয়মঃ
vidmate থেকে ডাউনলোড করার পর যদি আপনি সেই ভিডিও Playit এপ ছাড়াও অন্যান্য সকল ভিডিও প্লেয়ার অ্যাপ দিয়ে দেখতে চান তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন। নিচের ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে আপনারা ভিটমেট থেকে ডাউনলোড করা ভিডিও এমএক্স প্লেয়ার সহো সকল ভিডিও প্লেয়ার অ্যাপ দিয়ে দেখতে পারবেন-
প্রথমে আপনার ভিটমেট অ্যাপে প্রবেশ করবেন। vidmate অ্যাপে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশট দেখানো Me অপশনে প্রবেশ করবেন-
এবার নিচের স্ক্রীনশটএর মত vidmate app এর সেটিং অপশনে প্রবেশ করুন-
এখন আপনারা নিচের স্ক্রিনশটএর মতো Others নামে একটি অপশন দেখতে পারবেন। এখন আমাদেরকে এই Others অপশনে প্রবেশ করতে হবে-
তারপর নিচের স্ক্রীনশট দেখানো Play videos with অপশনে ক্লিক করুন-
এখন আপনি নিচের স্ক্রীনশটএর মতো তিনটি অপশন দেখতে পারবেন। সাধারণত প্রথম অপশন সিলেক্ট করা থাকে। এইজন্য ভিটমেট থেকে ডাউনলোড করা ভিডিও Playit ছাড়া অন্যান্য ভিডিও প্লেয়ারে প্লে করা যায়না।
আপনি 3 নাম্বার অপশন (Other Player) সিলেক্ট করে দিবেন। এতে আপনার ভিটমেট অ্যাপ থেকে ডাউনলোড করা সকল ভিডিও প্লেইড ছাড়াও সকল ভিডিও প্লেয়ার অ্যাপ দিয়ে দেখা যাবে-
এই ছিল vidmate থেকে ডাউনলোড করা ভিডিও সকল ভিডিও প্লেয়ারে দেখার পদ্ধতি। আপনারা যদি উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী vidmate অ্যাপে ভিডিও প্লেয়ার সেটিং করে থাকেন তাহলে পরবর্তীতে ভিটমেট অ্যাপ দিয়ে যেসব ভিডিও ডাউনলোড করবেন সেইসব ভিডিও সকল ভিডিও প্লেয়ারেই দেখা যাবে। অর্থাৎ আপনার প্রিয় এমএক্স প্লেয়ার সহ যেকোনো ভিডিও প্লেয়ারে ভিটমেট থেকে ডাউনলোড করা ভিডিও দেখতে পারবেন। Playit থেকে ভিডিও দেখতেই হবে এরকম বাধ্যবাধকতা আর থাকবেনা।
পরিশেষে বলতে চাচ্ছিঃ
ভিটমেট থেকে ডাউনলোড করা ভিডিও সকল ভিডিও প্লেয়ার অ্যাপে দেখার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাছে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা ভিডমেট এর ভিডিও সকল ভিডিও প্লেয়ারে দেখার উপায় সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।