ব্লগের পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করার নিয়ম
আশা করছি আপনারা সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি টিউটোরিয়াল। আমি আপনাদের দেখাব কিভাবে ব্লগ পোষ্ট দ্রুত গুগলে ইনডেক্স করানো যায়।
অনেকের ওয়েবসাইট রয়েছে। যারা তাদের পোস্ট গুগলে ইনডেক্স করাতে পারে না বা ইন্ডেক্স হতে হতে অনেক সময় লেগে যায় তারা কিভাবে তাদের পোস্ট দ্রুত গুগোল ইন্টেক্স করাবেন সেই নিয়ম সম্পর্কে এই পোস্টে আলোচনা করেছি। আশা করছি পুরো পোস্ট করলে আপনার ব্লগ পোষ্ট দ্রুত গুগলে ইনডেক্স করাতে পারবেন।
আরো পড়ুনঃ ব্লগার সাইট বিং সার্চ ইঞ্জিনে অ্যাড করার নিয়ম.
ব্লগের পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করানোর সুবিধাঃ
আপনার কোন ব্লগার সাইট থাকলে আপনি চাইবেন বেশি বেশি ভিজিটর। কারণ আপনার ওয়েবসাইটে যত ভিজিটর বেশি হবে আপনার আয় হবে তত বেশি।
এই ভিজিটর সাধারণত আসে গুগল থেকে। ভিজিটররা গুগল সার্চ করে আপনার ওয়েবসাইটে প্রবেশ করে থাকে। গুগল থেকে ভিজিটর পাওয়ার জন্য আপনার ব্লগ পোষ্ট গুগলে ইনডেক্স করাতে হবে।
আপনার ব্লগপোষ্ট গুগলে না থাকলে ভিজিটর আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে না। কারণ আপনার ব্লগ পোস্ট যদি গুগোল সার্চে না দেখা যায় তাহলে আপনার পোষ্ট কারো সামনে যাবেনা। তাই ভিজিটর পাবেন না।
অর্থাৎ ভিজিটর পাওয়ার প্রথম শর্ত আপনার ব্লগ পস্ট গুগলে ইনডেক্স করা। আপনি যত দ্রুত আপনার পোষ্ট গুগলে ইনডেক্স করাতে পারবেন আপনার ভিজিটর হবে ততো বেশি।
কারণ এ অবস্থায় আপনার যদি নিউজ ওয়েবব সাইট হয় তাহলে আপনার পোষ্ট সবথেকে দ্রুত রান করাতে হবে। কারণ প্রতিদিনের খবর প্রতিদিন আপডেট দিতে হবে।
আপনি কোন খবরের পোস্ট করলেন সকালে, কিন্তু সেটি গুগলে ইনডেক্স হলেও দুইদিন পর তাহলেতো আপনি ভিজিটর পাবেন না। কারন ভিজিটর রা আপডেট চায়।
যেভাবে ব্লগ পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করাবেনঃ
ব্লগপোষ্ট দ্রুত গুগলে ইনডেক্স করানোর জন্য আপনি যে পোস্ট গুগলে ইনডেক্স করাতে চান সেই পোষ্টের লিংক কপি করে নিন।
এবার নিচের স্ক্রীনশট এর মত Google search console লিখে গুগলে সার্চ দিয়ে নিচের স্ক্রীনশট দেখান ওয়েবসাইটে প্রবেশ করুন.
এবার
Start Now বাটনে ক্লিক করুন।
এবার আপনাকে নিচের স্ক্রিনসট দেখানো আইকনে ক্লিক করতে হবে।
Next
ইউ আর এল ইনস্পেকশন এ ক্লিক করুন।
Next
নিচের স্ক্রীনশটএর মত একটি বক্স দেখতে পারবেন। সেই বক্সে আপনার কপি করা লিংকটি পেস্ট করে দিন।
Next
এবার কিছুক্ষণ অপেক্ষা করুন।
Next
এবার নিচের স্ক্রীনশটএর মত দেখতে পারবেন। রিকুয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করুন।
Next
এবার নিচের Screenshot দেখানো মতো Got it বাটনে ক্লিক করলেই কাজ শেষ।
নিচের Screenshot দেখলে বুঝতে পারবেন পোস্ট টি গুগলে ইনডেক্স হয়েছে। 😎
এভাবে আপনারা সহজেই আপনার ব্লগার পোস্ট তারাতাড়ি গুগলে ইনডেক্স করাতে পারবেন। আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। তো কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করুন। সমাধান দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ 😍😍,,
ভাই আপনি যে থিমটি ইউজ করেছেন।সেটার নাম কি? প্লিজ বলেন
Magpro blogger template..
Vai apnr theme er bangla font style kivabe change korsen plz bolben
ব্লগার ফন্ট পরিবর্তন করার উপায় নিয়ে একটা টিউটোরিয়াল লিখবো ইনশাআল্লাহ 💕💕